শাল্লা প্রতিনিধি ( সুনামগঞ্জ)
২৪ ( মার্চ) সোমবার বেলা ০৩ ঘটিকায় সুনামগঞ্জের শাল্লা উপজেলার ২ নং হবিবপুর ইউপির শাসখাই বাজার খেলার মাঠে, শাসখাই গ্রামের সুপ্রজিত দাসের সঞ্চালনায় ও সমীর কান্তি দাসের সভাপতিত্বে উক্ত এলাকাবাসির আয়োজনে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় আরো উপস্থিতি ছিল উক্ত এলাকার রাকেশ চন্দ্র দাশ, সচীপদ দাগস, হরিলাল দাস, বুধলাল দাস, রতন দাস ও রাহুল দাস সহ উক্ত এলাকার ময়মুরুব্বিয়ান ও সর্বস্তরের সাধারণ জনগণ।
আরও জানা যায় পুর্বে উল্লেখ্য যে সুনামগঞ্জের শাল্লা উপজেলার ২ নং হবিবপুর ইউপি নারকিলা গ্রামের সংবাদ কর্মী পাবেল আহম্মেদের বিরুদ্ধে চাঁদাবাজী, মাদকের নানান অবিযোগ
পাওয়া যায়। আরো জানা যায় ২৩ ( মার্চ) রবিবার শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এলাকাবাসির পক্ষে শাসখাই গ্রামের হরিলাল দাস পাবেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।
লিখিত অভিযোগ সুত্রে জানা যায় নারকিলা গ্রামের সংবাদ কর্মী পাবেল আহমেদ এর বিরুদ্ধে মাদক ব্যবসা, চাঁদা দাবি , জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে হয়রানি করার অভিযোগ উঠে । তাইএলাকাবাসীর শান্তির নিমিত্তে পাভেলর বিরুদ্ধে মানববন্ধনে উক্ত বক্তারা প্রশাসন কে প্রয়োজনিয় ব্যবস্তা গ্রহণের জন্য আহবান করেন। আছরাও সংবাদ কর্মী পাবেল আহমেদর মাদক ও চাঁদাজির বিষয়ক একটি ফেইসবুক পুস্টে শাল্লা উপজেলা প্রতিবন্ধী কমিটির সভাপতি চিন্ময় দাশ কমেন্ট করায় ( যেমন কর্ম তেমনি ফল) পাবেল দিন দুপুরে প্রকাশ্য হুমকি ও মোটু ফোনে ট্রড দেয়।
এ বিয়ের চিন্ময় দাশ বলেন প্রতিবন্ধী ব্যক্তীরা সমাজের নিরূমানুষ ও অবহেলিত সরল প্রকৃতির
আমার এখন ভয়ে আছি
আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এর যেন সঠিক আইন গত ব্যবস্তা নেওয়া হয়।