ফখরুল আলম সাজু
রির্পোটার:-
২৪ এর ঐতিহাসিক জুলাই-আগষ্ট ছাত্র-জনতা অভ্যুত্থান বা জুলাই বিপ্লব সহ দেশের জন্য আত্মত্যাগকারী সকল শহীদদের স্মরণে দোয়া ও ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামি ছাত্র মজলিস নোয়াখালী সরকারি কলেজ শাখা।
২৫ মার্চ মঙ্গলবার বিকাল ৫ টায় নোয়াখালী সরকারি কলেজ ক্যাম্পাসে এ দোয়া ও ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সাহিত্য বিষয়ক সম্পাদক মুহাম্মদ সোলাইমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র মজলিসের সাবেক নোয়াখালী জেলা সভাপতি এইচ এম ফখরুল ইসলাম, সাবেক জেলা সভাপতি হুজ্জাতুল ইসলাম মামুন, সাবেক জেলা সভাপতি মুহাম্মদ ইয়াকুব মিয়াজি, নোয়াখালী সরকারি কলেজ সাংবাদিক সমিতির সদস্য সচিব মোঃ নূর হোসাইন।
জুলাই শহীদদের স্মরণে আয়োজিত ইফতার মাহফিলে ইসলামি ছাত্র মজলিসের নেতৃবৃন্দরা বলেন, শহীগণ আমাদের শ্রেষ্ঠ সম্পদ, বাংলাদেশের ইতিহাসে নাস্তিক তাসলিমা নাসরিন বিরোধী আন্দোলন, ফতুয়া আন্দোলন সহ বিভিন্ন আন্দোলন সংগ্রামে আমাদের ভাইয়েরা জীবন দিয়েছে। এসময় তারা জুলাই শহীদ ও ছাত্র মজলিসের শহীদদের স্মরণ করে তাদের জন্য আল্লাহ তায়ালার কাছে দোয়া করেন।
এসময় তারা আরো বলেন, ইসলামি ছাত্র মজলিস আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, কলেজ-বিশ্ববিদ্যালয়ে কাজ করে যাচ্ছে।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited