বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৪:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শাল্লার সাংবাদিককে নিয়ে অপপ্রচার মহাসড়কে ছোট বড় খানাখন্দ, ভোগান্তিতে হাজারো মানুষ দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের শরণখোলা উপজেলা বিএনপির কমিটির নির্বাচন নিয়ে বিরোধ তুঙ্গে । বোনারপাড়ায় সেনাবাহিনীর অভিযানে ২৪০ লিটার মদসহ আটক ৩ জন। জেলা বিএনপি’র সভাপতি ও সাধারন সম্পদকে পটুয়াখালীতে গণসংবর্ধনা সুন্দরবনে ১০০ ফুট মালা ফাঁদ উদ্ধার ত্যাগীদের অন্তর্ভুক্তি করার লক্ষ্যে সংবাদ সম্মেলন করে উপজেলা বিএনপি। গোবিন্দগঞ্জে সারা রাত অভিযান: দেশীয় অস্ত্র ও মাদক সহ শীর্ষ ৪ সন্ত্রাসী আটক। পশ্চিম যাত্রাবাড়ী পঞ্চায়েত কমিটির পূর্ণ গঠন ও দোয়া মাহফিল সুন্দরবনে বিপুল পরিমাণ মাছ ও সরঞ্জাম জব্দ করেছে বন বিভাগ।
জরুরী বিজ্ঞপ্তি
দৈনিক বর্তমান দেশ সংবাদ এ সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১,  মুঠোফোন :  ০১৮১৭-৫৩০৯৫২।

আজ পবিত্র লাইলাতুল কদর

  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ৪৬ বার পঠিত হয়েছে

আজ পবিত্র লাইলাতুল কদর বা শব-ই-কদর। এর অর্থ “অতিশয় সম্মানিত ও মহিমান্বিত রাত”বা “পবিত্র রজনী”। আজ সন্ধ্যার পর থেকে শুরু হবে কদরের রজনী। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে সারাদেশে রাতটি পালিত হবে।

মহান আল্লাহ পাক লাইলাতুল কদরের রাতকে অনন্য মর্যাদা দিয়েছেন। হাজার মাসের ইবাদতের চেয়েও এ রাতের ইবাদত উত্তম। এই রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়। নির্ধারণ করা হয় মানবজাতির ভাগ্য।

৬১০ সালে কদরের রাতেই  মক্কার নূর পর্বতের হেরা গুহায় ধ্যানরত মহানবী হযরত মুহাম্মদের (সা.) নিকট সর্বপ্রথম সুরা আলাক্ব-এর পাঁচ আয়াত নাজিল হয়। এরপর আল্লাহর নির্দেশে ফেরেশতা জীবরাইল (আ.) এর বহনকৃত ওহীর মাধ্যমে পরবর্তী ২৩ বছর ধরে মুহাম্মদ (সা.) নিকট বিভিন্ন প্রয়োজনীয়তা এবং ঘটনার পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট আয়াত আকারে বিভিন্ন সূরা নাজিল করা হয়।

পবিত্র কুরআনে আল্লাহ পাক ঘোষণা করেছেন, “নিশ্চয়ই আমি তা (কোরআন) অবতীর্ণ করেছি কদরের রাতে। আর কদরের রাত সম্বন্ধে তুমি কি জানো? কদরের রাত হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ। সে রাতে ফেরেশতারা ও রুহ অবতীর্ণ হয় প্রত্যেক কাজে তাদের প্রতিপালকের অনুমতিক্রমে। শান্তিই শান্তি, বিরাজ করে উষার আবির্ভাব পর্যন্ত। (সূরা আল- কদর, আয়াত ১-৫)।”

হাদিসে বর্ণিত আছে, মহানবী হযরত মুহাম্মদ (সা.) রমজান মাসের শেষ ১০ দিন ইতিকাফ করতেন এবং বলতেন, “তোমরা রমজানের শেষ ১০ রাতে লাইলাতুল কদর  সন্ধান করো (বুখারি ও মুসলিম)।”

মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় পবিত্র এই রাতটি ধর্মপ্রাণ মুসল্লিরা ইবাদত-বন্দেগীর মাধ্যমে কাটিয়ে দেন। কামনা করেন মহান রবের অসীম রহমত, নাজাত, বরকত ও মাগফেরাত। এরই ধারাবাহিকতায় আজ দিবাগত রাত হতে ভোর পর্যন্ত মসজিদসহ বাসা-বাড়িতে এবাদত বন্দেগিতে মশগুল থাকবেন ধর্মপ্রাণ মুসলমানরা। নফল নামাজ, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির-আসকার, দোয়া, মিলাদ মাহফিল ও আখেরি মোনাজাত করবেন।

এই উপলক্ষে আগামীকাল সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে রাতব্যাপী ওয়াজ মাহফিল, ধর্মীয় বয়ান ও আখেরি মোনাজাতের আয়োজন করা হয়েছে। এছাড়া, দেশের সব মসজিদেই তারাবির নামাজের পর থেকে ওয়াজ মাহফিল, মিলাদ ও দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন থাকবে।

পবিত্র লাইলাতুল কদর/শবে কদর উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন ও বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং বাংলাদেশ বেতার ও বেসরকারি রেডিওসমূহ বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করবে। এছাড়া সংবাদপত্রগুলোতে বিশেষ নিবন্ধ প্রকাশ করা হবে।

সংবাদটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ