আন্দোলন চলাকালে যাদেরকে হত্যা করা হয়েছে সে শহীদদের রক্তের বিনিময়ে দীর্ঘ ১৬ বছর পর দেশের মানুষের উপর চেপে বসা স্বৈরাচার সরকারের পতন হয়েছে। তবে এ বিজয় ছিনিয়ে আনতে আন্দোলনের রাজপথে শত শত মানুষকে ঢেলে দিতে হয়েছে বুকের তাজা রক্ত। স্বামী সন্তান হারিয়ে এসব শহীদ পরিবার আজ দিশেহারা। সংসারের উপার্জনাক্ষম সদস্যকে হারিয়ে শিশু সন্তানদের নিয়ে এখন দিশেহারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের পক্ষ থেকে শহীদ পরিবারগুলোকে ঈদ উপহার সামগ্রী পাঠানো হয়েছে। যাতে ঈদ আনন্দ সবাই এক সঙ্গে ভাগাভাগি করে নিতে পারি।’
ঢাকার খিলগাঁও তালতলা রামপুরাবাজার বাড্ডা কুড়িল বিশ্বরোড বিভিন্ন এলাকায় জুলাই-আগস্ট-২৪ এর ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী তুলে দেওয়ার সময় জিয়াউর রহমান ফাউন্ডেশনের কুমিল্লা বিভাগীয় কমিটির সদস্য সচিব ডাঃ মোঃ মজিবুর রহমান এসব কথা বলেন। ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ১ গঙ্গাচরণ রাজবংশী ২ সৈয়দ নাজমুল হাসান ৩ মোঃ রমজান ৪ সজীব হাওলাদার ৫ মো: সাইফুল হাসান ৬ সাগর রহমান ৭ মো: মনির হোসেন ৮মারুফ হোসেন ৯ মো: আল-আমিন হোসেন ১০ মো: সেলিম তালুকদার ১১ আব্দুল্লাহ আল মামুন ঈদের উপহার সামগ্রী তুলে দেওয়ার সময় ডাঃ মজিবুর রহমান আবেগ আপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, ‘দেশকে দ্বিতীয়বার স্বাধীন করতে গিয়ে আপনার মা জীবন দিয়েছেন। তাঁর কাছে জাতি চির কৃতজ্ঞ। এই বীরঙ্গনা পরিবারের হাতে আমরা ঈদের উপহার সামগ্রী পৌঁছে দিতে পেরে নিজেদের গৌরবান্বিত বোধ করছি। দেশকে স্বৈরাচার মুক্ত করার এই আন্দোলনের সকল শহীদ পরিবারের সাথে আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে গণঅভ্যুত্থানের শহীদেরা আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবে।’
ডা: মুজিবুর রহমান আরও বলেন, এই শহীদ পরিবারের সদস্যদের সান্তনা দেওয়ার ভাষা আমাদের নেই। তবে আমাদের জন্য স্বস্তি এতটুকু যে, যার নির্দেশে ছাত্র জনতার উপরে গুলি চালিয়ে শত শত মানুষকে হত্যা করা হয়েছে, জনগণের উত্তাল আন্দোলনে পালিয়ে যাওয়া সেই স্বৈরাচারের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। স্বজনহারা পরিবারগুলো অবশ্যই ন্যায়বিচার পাবে। যারা ন্যায়ের জন্য জীবন দিয়েছেন রাসূল (সাঃ) তাদেরকে শহীদ হিসেবে আখ্যা দিয়েছেন। যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এক নতুন বাংলাদেশ পেলাম, আল্লাহ তাদের উত্তম মর্যাদা দান করবেন।
প্রসঙ্গত, জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য প্রকৌশলী উমাশা উমায়ন মনি চৌধুরীকে আহবায়ক করে একটি কমিটি গঠন করা হয়।
এ কমিটির সদস্য সচিব ডাঃ মোঃ মজিবুর রহমান ছাড়াও অন্যান্যদের মধ্যে রয়েছেন ডাঃ সরকার মাহবুব আহমেদ শামীম, অধ্যাপক জাকির হোসেন, অধ্যাপক ডাঃ শরিফুল ইসলাম, কৃষিবিদ জুনাইদ নূর টিটু, প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, ডাঃ মাসুম হাসান, অধ্যাপক বেলাল হোসেন ও প্রকৌশলী মাহবুব হোসেন।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited