চিন্ময় দাশ : শাল্লা( সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় গ্যাসসিলিন্ডার ছিদ্র হয়ে আগুনে পুড়ে ১ টি ঘর ছাই হয়ে গেছে। জানা যায় (৫ এপ্রিল ) শনিবার সকাল অনুমান ৭ ঘটিকায় উপজেলার শাল্লা ইউনিয়ন এর কান্দিগাঁও গ্রামের আব্দুল মন্নান মিয়ার ছেলে আবদুল হান্নান মিয়ার বাড়ি থেকে গ্যাসসিলিন্ডার ছিদ্র হয়ে এই আগুনের দুর্ঘটনা ঘটে ঘটে। আব্দুল হান্নান মিয়ার পিতা আব্দুল মন্নান মিয়া জানান কাজের লোকেরা আমার ছেলে আব্দুল হান্নান এর ইসলামি ফাউন্ডেশন সাধারণ রিসোর্স সেন্টার ঘরে গ্যাশসিলিন্ডার টা রেখে ছিল, পড়ে কাজের মহিলা রান্না করার জন্য গ্যাসলাইট দিয়ে আগুন দিতে গেলেই হাম করে চতুর দিকে আগুন ছড়িয়ে পড়ে ঘরের বেড়ায় আগুন ধরে চতুর দিকে মেলে যায়। পড়ে মহিলা চিৎকার দিলে আশপাশের লোকজন দৌড়ে এসে আগুন নিভানোর চেষ্টা করে। পড়ে স্থানীয়রা জানান গ্যাশসিলিন্ডার টা বাষ্ট হয়ে আগুনের সুত্র পাত ঘটে।
গ্রামবাসী জানান, আব্দুল হান্নান মিয়ার ঘরে গ্যাসসিলিন্ডার ছিদ্র হয়ে প্রথমে আগুন লাগে। এরপর ঘর ও চাউলের ড্রাম, নগদ টাকা সহ বিভিন্ন আসবাব পত্র, পুরে ছাই হয়ে যায়।
গ্রামবাসীর চেষ্টায়
আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় অন্তত ১টি ঘর ২টি আলমারি ১ টি কাঠের অন্যটি ষ্টিলের সেল্ফ আলমারি বই সহ বিভিন্ন আসবাব পত্র পুরে প্রায় দের লক্ষ টাকার ক্ষতি গ্রস্ত হয়েছে ।
শাল্লা ফায়ার সার্ভিসের দায়িত্ব প্রাপ্ত অফিসার বলেন, যেখানে আগুন লেগেছে ফায়ার সার্ভিস যেতে যেতে আগুনে ঘর পুড়ে গেছে। দুর্গম এলাকা হওয়ায় আগুন লাগার পর স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। ক্ষয়ক্ষতি হয় বলেও জানান তিনি।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited