°°°°° পরীক্ষা °°°°
“জান্নাতুল ফাহিমা তানহা”
জীবনে কভু করিনি নকল ,
তার নাম পরীক্ষার হল ।
পরীক্ষার হলকে যুদ্ধের ময়দান মানি ,
প্রশ্নপত্র কেমন হবে , নাইবা তা জানি ।
পড়া ছাড়া বাকি সবকিছুই মনে থাকে ,
পড়া ফোঁটা একটুখানি মনের পাকে ।
পরীক্ষার সময় সবই ভুলে যাই ,
একটু আঁধটু মুখস্থের দেখা পাই ।
প্রশ্নপত্র দেখার পরে ,
আমার আবার মাথা ঘুরে ।
পরীক্ষা এমন কেন হয় ,
মনে আসে প্রচুর ভয় ।