মুক্তির পর থেকেই ব্যাপক সাড়া ফেলেছে মাইলি সাইরাসের নতুন গান ‘ইন্ড অব দ্য ওয়ার্ল্ড’। অ্যাপোক্যালিপটিক পপ ধাঁচের এই গানটি এরই মধ্যে আইটিউনস সেরা গানের তালিকায় তৃতীয় স্থান অধিকার করেছে। বহুদিন পর মাইলির কণ্ঠে এমন শক্তিশালী গান শুনতে পেরে বেশ উচ্ছ্বসিত পপপ্রেমীরা। ‘ইন্ড অব দ্য ওয়ার্ল্ড’ হলো মাইলির বহু প্রতীক্ষিত অ্যালবাম সামিথিং বিউটিফুল থেকে প্রকাশিত প্রথম পূর্ণাঙ্গ গান। বিশ্লেষকদের ধারণা, এই গানের জনপ্রিয়তা দেখে অনুমান করা যাচ্ছে, এটি শিগগিরই বিলবোর্ড হট ১০০ চার্টেও জায়গা করে নেবে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ গানটি নিয়ে চলছে আলোচনা ও প্রশংসার ঝড়। একজন ভক্ত লিখেছেন, ‘এই গান যদি হিট না হয়, আমি জানি না তোমাদের সমস্যা কী! হে ঈশ্বর!’ আরেকজন মন্তব্য করেছেন, ‘অনেকদিন পর মাইলির সেরা গান এটি।’ তবে, মাইলির আগের হিট গান ‘ফ্লাওয়ার্স’-এর প্রসঙ্গে এখনো আলোচনা থেমে নেই। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত এ গানটি প্রকাশের পরই বিলবোর্ড হট ১০০ চার্টে প্রথম স্থানে উঠে আসে। তবে গানটি নিয়ে কপিরাইট লঙ্ঘনের অভিযোগ উঠেছে। ব্রুনো মার্সের ‘হোয়েন আই ওয়াজ ইওর ম্যান’ গানটির কপিরাইট ভাঙার অভিযোগে মাইলির বিরুদ্ধে মামলা করেছে টেম্পো মিউজিক ইনভেস্টমেন্টস নামের একটি আর্থিক প্রতিষ্ঠান। যদিও এই প্রতিষ্ঠানের অস্তিত্ব নিয়েই প্রশ্ন তুলেছেন মাইলির আইনজীবীরা। তাদের দাবি, প্রতিষ্ঠানটির আর কোনো বৈধ অস্তিত্ব নেই এবং তাই তাদের আইনি অভিযোগের ভিত্তিও নেই। তবে বিচারক এখনই মামলা খারিজে অনিচ্ছুক এবং লিখিত রায় আগামী কয়েক মাসের মধ্যে দেবেন বলে জানা গেছে।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited