রায়পুর, প্রতিনিধি
লক্ষ্মীপুরের রায়পুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে সাইজুদ্দিন (৩৫) ও আবু খাঁ (৫০) নামে দুই জন নিহত হয়েছে। এ সময় উভয়পক্ষের ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার বিকেলে উপজেলার ২নং চরবংশী ইউনিয়নের চর গাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে ।
নিহত সাইজুদ্দিন ওই ইউনিয়নের পুরান বেড়ি দেওয়ান বাড়ির হানিফ দাওয়ানের ছেলে ও আবু খাঁ একই ইউনিয়ের খাঁ বাড়ির বদু খাঁর ছেলে।
স্হানীয় সুত্রে জানা যায়, সরকার পতনের পর ফারুক কবিরাজ ও সামিম গ্রুপে মধ্যে মাছ ঘাট ও চরের জমি দখল নিয়ে কয়েকবার সংঘর্ষ হয়। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আজকে ২জন নিহত হয়। অহত হয়েছে ২০ জন। অহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ও ঢাকায় ভর্তি করা হয়াছে।
এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নিজামউদ্দিন ভুঁইয়া জানান পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সহিংসতা রোধে ওই এলাকায়। অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী অবস্থান করছে।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited