হৃদরোগজনিত সমস্যার পর সুস্থ হয়ে বাসায় ফিরলেও উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন দেশের অভিজ্ঞ ওপেনার ও জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সোমবার রাতে তিনি ঢাকা ত্যাগ করেন।
গত ২৮ মার্চ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে ছাড়া পান তামিম। চিকিৎসকদের পরামর্শে তখনই জানানো হয়েছিল, ঝুঁকিমুক্ত হলেও তার আরো উন্নত চিকিৎসা প্রয়োজন হতে পারে।
সে ধারাবাহিকতায় এবার তাকে সিঙ্গাপুর নেওয়া হলো। যদিও তিনি কোন হাসপাতালে ভর্তি হবেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।