নিজস্ব প্রতিনিধি : নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে গাজা ও রাফায় ইসরায়েলি ‘বর্বরোচিত নৃশংসতা’র প্রতিবাদে বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাজধানীসহ সারাদেশে র্যালির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বৃহস্পতিবার বিকেল ৪টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালিটি কাকরাইল, মালিবাগ, মগবাজার হয়ে বাংলামোটরে গিয়ে শেষ হবে।
বুধবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুধু রাজধানী ঢাকা নয়, একই দিন সারাদেশের মহানগরগুলোতেও একই ধরনের কর্মসূচি পালিত হবে। বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীসহ দেশবাসীকে এই প্রতিবাদ ও সংহতি র্যালিতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে দলটি।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited