পরীক্ষা মানেই টেনশন। পরীক্ষা মানেই চিন্তা। এমন মনে করেন অনেক মানুষই। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণই করেছেন পরীক্ষার মধ্য দিয়ে যাওয়ার জন্য। তাই পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে জন্মের পর থেকেই আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে সতর্ক করে দিয়েছেন। দুনিয়ার পরীক্ষা যতটা সহজ আখিরাতের পরীক্ষা ততটা সহজ নাও হতে পারে। সেজন্য সর্বাবস্থায় পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়া নবীদের শিক্ষা। আপনার প্রস্তুতি যদি ভালো থাকে তখন পরীক্ষা কঠিন মনে হবে না। এজন্যই দুনিয়ার পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়া জরুরি। আর প্রস্তুতির পাশাপাশি আল্লাহর উপর পূর্ণ আস্থা ও ভরসা তো অবশ্যই রাখতে হবে। আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। পরীক্ষাকেন্দ্রে যাওয়ার আগে দুই রাকাত ‘সালাতুল হাজত’ পড়ে মহান আল্লাহর সাহায্য প্রার্থনা করে পরীক্ষার উদ্দেশ্যে বের হওয়া যেতে পারে। কারণ রসুলুল্লাহ সা. যখন কঠিন সমস্যার সম্মুখীন হতেন, তখন ‘সালাতুল হাজত’ বা প্রয়োজন পূরণের নামাজ পড়তেন। (আবু দাউদ ১৩১৯)
পরীক্ষায় ভালো ফলাফল করার দোয়া
পরীক্ষার হলে প্রবেশের পর যাতে আপনার স্মরণশক্তি ভাল থাকে তার জন্য এই দোয়াটি পড়তে থাকুন। এর ফলে আপনার স্মরণশক্তি ঠিক থাকবে। আপনি যা পড়ে এসেছেন মনে থাকবে।
স্মরণশক্তি বৃদ্ধির দোয়া আরবি উচ্চারণ: رَبِّىْ زِدْنِىْ عِلْ বাংলা উচ্চারণ: রব্বি জিদনি ইলমা (৩ বার)।
পরীক্ষা ভালো হওয়ার আমল
পরীক্ষায় ভালো করতে চায় সবাই। কিন্তু সবাই ভালো করতে পারে না। কিন্তু কী জন্য পারে না? অনেকে বলেন যে তার মেধা নেই, আল্লাহ মানুষকে যে মেধা দিয়েছেন তার শিকি ভাগও গোটা জীবনে খরচ করে না। তাই প্রথমে পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। গুছিয়ে লেখা শিখতে হবে। যারা ভালো ছাত্র তাদের পরীক্ষার খাতা সংগ্রহ করে তাদের লেখার ধরন, স্টাইল শিখতে হবে। ভালো পড়াশোনা করেও অনেকে ভালো ফলাফল না করার কারণই হলো তার লেখা সাজানো গোছানো মার্জিত হয় না। সর্বোপরি আল্লাহর দরবারে সাহায্য চাইতে হবে। পরীক্ষায় যাওয়ার আগে অবশ্যই দুই রাকাত সালাতুল হাজত পড়তে হবে।
পরীক্ষা ভালো করার ৭ দোয়া
১. رَبِّ زِدْنِي عِلْمًا উচ্চারণ: ‘রাব্বি যিদনী ইলমা’ অর্থ: ‘হে আমার প্রতিপালক! আমার জ্ঞান বৃদ্ধি করো।’ (সুরা তোহা ১১৪)
২. رَبِّ ٱشْرَحْ لِى صَدْرِى وَيَسِّرْ لِىٓ أَمْرِى وَٱحْلُلْ عُقْدَةً مِّن لِّسَانِى يَفْقَهُوا۟ قَوْلِى উচ্চারণ: ‘রব্বিশ রাহলী সদরী ওয়া ইসসিরলী আমরী, ওয়াহলুল ওক্বদাতাম মিল লিসানি ইয়াফক্বাহু কওলি’ অর্থ: ‘হে আমার পালনকর্তা! তুমি আমার বক্ষ প্রশস্ত করে দাও, আমার কাজ সহজ করে দাও এবং আমার জিহ্বার জড়তা দূর করে দাও, যাতে লোকেরা আমার কথা বুঝতে পারে।’ (সুরা তোহা: ২৫-২৮)
৩. اللَّهُمَّ أَيِّدْني بِرُوحِ الْقُدُسِ উচ্চারণ: ‘আল্লাহুম্মা আইয়িদনি বেরুহিল কুদুস। অর্থ: ‘হে আল্লাহ! তুমি আমাকে পবিত্র আত্মার মাধ্যমে শক্তি বৃদ্ধি করো।’ (বুখারি ৪৫৩, মুসলিম ২৪৮৫, মেশকাত ৪৭৮৯)
৪. اللَّهُمَّ انْفَعْنِي بِمَا عَلَّمْتَنِي، وَعَلِّمْنِي مَا يَنْفَعُنِي، وَزِدْنِي عِلْمًا وأعُوْذُ بِاللَّهِ مِنْ حَالِ أهْلِ النَّارউচ্চারণ: ‘আল্লাহুম্মানফা-নি বিমা আল্লামতানি, ওয়া আল্লিমনি মা ইয়ানফাউনি ওয়া জিদনি ইলমা, ওয়া আউজুবিল্লাহি মিন হালি আহলিন নারি। অর্থ: হে আল্লাহ! আমাকে তুমি যা শিখিয়েছ, তা দিয়ে আমাকে উপকৃত করো, আমার জন্য যা উপকারী হবে, তা আমাকে শিখিয়ে দাও এবং আমার ইলম (জ্ঞান) বাড়িয়ে দাও এবং আমি জাহান্নামিদের অবস্থা থেকে হেফাজতের জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। (তিরমিজি ৩৫৯৯, ইবনে মাজাহ ২৫১, ইবনু আবি শায়বা ১০/২৮১)
৫. رَبِّي يَسِّرْ وَلاَ تُعَسِّرْ وَتَمِّمْ بِالْخَیْر উচ্চারণ: ‘রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খাইর’ অর্থ: ‘হে আমার প্রতিপালক! তুমি সহজ করে দাও, কঠিন করো না এবং কল্যাণের সাথে সমাপ্ত করে দাও।’ (বায়হাকি কুবরা ৭০০৩, ১১২৯৯)
৬. اللَّهُمَّ فَقِّهْنِي فِي الدِّينِ উচ্চারণ: ‘আল্লাহুম্মা ফাক্কিহনি ফিদ দীন’ অর্থ: হে আল্লাহ! আমাকে দীনের জ্ঞান দান করুন।’ (বুখারি: ১৪৩)
৭. اللَّهُمَّ لَا سَهْلَ إلاَّ مَا جَعَلْتَهُ سَهْلاً، وأنْتَ تَجْعَلُ الحَزْنَ إذَا شِئْتَ উচ্চারণ: ‘আল্লাহুম্মা লা-সাহলা ইল্লা মা জায়ালতাহু সাহলান, ওয়া আনতা তাজআলুল হুজনা সাহলান ইজা শিইতা।’ অর্থ: ‘হে আল্লাহ, আপনি যা সহজ করে দেন তা ছাড়া কোনো কিছুই সহজ নেই। আর আপনি চাইলে পেরেশানিযুক্ত কাজও সহজ করে দেন।’ (সহিহ ইবনে হিব্বান: ৯৭৪)
পরীক্ষার জন্য কি দোয়া?
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাইয়েদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। রাব্বি জিদনি ইলমা- রাব্বি ইয়াসসির, ওয়ালাতুআসসির ওয়া তামমিম আলাইনা বিল খাইর। অর্থ: পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি।
পরীক্ষায় ভালো করার আমল
কোরআনে আল্লাহ বলেন, ‘আর সবার জন্যই তাদের কর্ম অনুসারে মর্যাদা রয়েছে। আর আল্লাহ যেন তাদেরকে তাদের কর্মের পূর্ণ প্রতিফল দিতে পারেন। আর তাদের প্রতি কোনো জুলুম করা হবে না।’ (সুরা আল-আহকাফ: ১৯)
রসুলুল্লাহ সা. বলেন, ‘যে ব্যক্তির আমল তাকে পিছিয়ে দেয়, তার বংশপরিচয় তাকে কখনোই এগিয়ে দিতে পারে না।’ (মুসলিম ৭০২৮) এজন্য পরীক্ষায় ভালো করতে সবচেয়ে বেশি চেষ্টা করতে হবে। চেষ্টাই সফলতার চাবি-কাঠি। সেসাথে আল্লাহর কাছে দোয়া করতে হবে। সফলতার জন্য দোয়া করতে হবে।
পরীক্ষায় ভাল করার দোয়া বাংলায়
رَبِّ زِدْنِي عِلْمًا বাংলা উচ্চারণ: ‘রাব্বি জিদনি ইলমা’ অর্থ: ‘হে আমার সৃষ্টি কর্তা। তুমি আমার জ্ঞান বাড়িয়ে দাও । (সুরা তোহা ১১৪)
পরীক্ষার হলে ভুলে গেলে যে দোয়া পড়বেন
অনেক পড়াশোনা করে গেলেও দেখা যায় পরীক্ষার হলে গিয়ে সব ভুলে যাই। সেজন্য কিছু আমল করা যায়, বেশি বেশি দরুদ শরিফ পাঠ করা আর নিচের দোয়াটি পড়া। ‘আল্লাহুম্মা জাক্কিরনি মিনহুমা নাসিতু, ওয়া আল্লিমনি মিনহুমা জাহিলতু’ অর্থ: হে আল্লাহ আমি যা ভুলে গেছি আমাকে স্মরণ করিয়ে দাও, আর আমি যা জানি না তা আমাকে শিখিয়ে দাও।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited