ফখরুল আলম সাজু:স্টাফ রিপোর্টার ঢাকা:
ফেনীতে কলেজ ছাত্রীর অশ্লীল ভিডিও প্রচার, জুলাই আন্দোলনের নেত্রী গ্রেপ্তার কলেজ ছাত্রীর অশ্লীল ভিডিও প্রচার, ফেনী কলেজের ১ ছাত্রীর (২২) অশ্লীল ভিডিও ধারন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করায় জুলাই আন্দোলনের এক নেত্রীকে গ্রেপ্তার করেছে ফেনী মডেল থানার পুলিশ।
১০ এপ্রিল বৃহষ্পতিবার সকালে শহরের পাঠানবাড়ী এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়, ভুক্তভোগীর দায়ের করা পর্নোগ্রাফি আইনের মামলায় দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ফেনী মডেল থানার ইকবাল হোসেন পরিদর্শক তদন্ত ওসি।
সূএে জানা গিয়েছে, নোয়াখালীর জেলা কবিরহাট উপজেলার এক ছাত্রী (২২) ফেনীর জুলাই আন্দোলনের নেত্রী মাহবুবা তাবাচ্ছুম ইমার (২২) সাথে শহরের পাঠান বাড়ী এলাকার পাঠান হাউজে ভাড়া থাকতেন।
গত ২১ জানুয়ারি রাতে কৌশলে ওই ছাত্রীর কিছু ভিডিও ধারণ করে ইমা ও তার বন্ধু আদিল মাহমুদ আসিফ (২৩) এবং জামিল হোসেন চয়ন (২২)।
ধারণকৃত ভিডিওগুলো অশ্লীলভাবে এডিট করে তারা পরষ্পর যোগসাজশে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন।
এসব ভিডিও নজরে আসলে ভুক্তভোগী ছাত্রী বাদি হয়ে ৩ জনের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনের ৮(২), ৮(৩), ও ৮(৭) ধারায় ফেনী মডেল থানা মামলা করেন।
আসামি গণ হলেন, ফুলগাজী উপজেলা আনন্দপুর গ্রামের আবদুল কাদের এর মেয়ে ও ফেনীর জুলাই আন্দোলনের নেত্রী মাহবুবা তাবাচ্ছুম ইমা, ফেনীর পূর্ব উকিল পাড়ার আবদুস ছাত্তারের ছেলে আদিল মাহমুদ আসিফ এবং ফুলগাজী উপজেলার শ্রী চন্দ্রপুর গ্রামের কাজী বেলাল হোসেনের ছেলে জামিল হোসেন চয়ন।
ফেনী মডেল থানার পরিদর্শক তদন্ত ওসি ইকবাল হোসেন বলেন, শহরের পাঠানবাড়ী এলাকার একটি ভাড়া বাসা থেকে ইমাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে, এজাহারনামীয় অপর ২ আসামি পলাতক রয়েছে।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited