জান্নাতুল ফাহিমা তানহা ফেনীর প্রতিনিধি:
ফসলি জমির মাটিকাটা প্রতিরোধে ১১ এপ্রিল রাত ১১ টা থেকে ১২ এপ্রিল গভীর রাত ২ টা ৪৫ মিনিট পর্যন্ত,ছাগলনাইয়া উপজেলায় কয়েকটি স্থানে অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি পরিবহনের কাজে ব্যবহৃত ৪ টি পিকআপ জব্দ করণসহ ২ টি এস্কেভেটর অকেজো করে দিয়েছেন,ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস।
অভিযানকালীন ভ্রাম্যমান আদালত পরিচালিত আভিযানিক টিমের উপস্থিতি টের পেয়ে মাটি কাটার সাথে যুক্ত দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।ভ্রাম্যমান আদালতের বিচারক জানিয়েছেন, জব্দকৃত পিকআপ গুলোর বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।
রাত্রিকালীন অভিযান পরিচালনায় ভ্রাম্যমান আদালতকে সার্বিক বিষয় সহযোগিতা করেছে, বাংলাদেশ সেনাবাহিনী ও আনসার বাহিনীর টিমদ্বয়।
অবৈধভাবে কৃষি জমির টপ সয়েল কর্তনকারী মাটি সন্ত্রাসী,সমাজবিরোধী,দুর্বৃত্ত ও ফেনীর গণমানুষের এসব শত্রুদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন, ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস সুমিত।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited