সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ০২:১৮ অপরাহ্ন
জরুরী বিজ্ঞপ্তি
দৈনিক বর্তমান দেশ সংবাদ এ সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১,  মুঠোফোন :  ০১৮১৭-৫৩০৯৫২।

শুরুর আগেই শেষ হলো লিটনের পিএসএল

  • আপডেট এর সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ২ বার পঠিত হয়েছে

পিএসএলের এবারের আসরে ড্রাফট থেকে লিটন দাসকে দলে ভিড়িয়েছিল করাচি কিংস। সিলভার ক্যাটাগরি থেকে ডানহাতি এই ব্যাটারকে দলে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। বিসিবি থেকে পুরো আসরে খেলার অনুমতিও পেয়েছিলেন তিনি। সেই সুবাদে পিএসএল খেলতে পাকিস্তানে গিয়েছিলেন লিটন।

কিন্তু ভাগ্য সহায় না হলে যা হয়। এমন বাস্তবতার সম্মুখীন হয়েছেন ডানহাতি এ অপেনার। আঙুলের ইনজুরির কারণে পিএসএলে না খেলেই দেশে ফিরছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এমনটা নিশ্চিত করেছেন নিজেই।

অনুশীলন করতে গিয়ে আঙুলে চোট পেয়েছেন লিটন। পরীক্ষা করে দেখা যায় তার আঙুলে চিড় ধরেছে। অন্তত দুই সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে বলে জানিয়েছেন লিটন। করাচি কিংসকে শুভকামনা জানিয়ে ফিরছেন তিনি।

ফেসবুক পোস্টে লিটন লিখেছেন,

“করাচির কিংসের হয়ে পিএসএল খেলতে আমি সত্যিই মুখিয়ে ছিলাম। কিন্তু স্রষ্টার পরিকল্পনা ছিল ভিন্ন। অনুশীলন সেশনে আমি আঙুলে চোট পেয়েছি। স্ক্যান করার পর জানা গেল যে আঙুলে চিড় ধরেছে, এবং সুস্থ হতে কমপক্ষে ২ সপ্তাহ সময় লাগবে।”

লিটন আরও যোগ করে লিখেন,

“দুঃখজনকভাবে, আমার পিএসএল অভিযান শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল। আমি বাংলাদেশে ফিরে যাচ্ছি। দ্রুত সুস্থতার জন্য আপনাদের প্রার্থনা ও ভালোবাসা কামনা করছি। করাচি কিংসের দলের সকলকে শুভকামনা জানাচ্ছি।”

সংবাদটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ