মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ০৩:৪৩ অপরাহ্ন
জরুরী বিজ্ঞপ্তি
দৈনিক বর্তমান দেশ সংবাদ এ সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১,  মুঠোফোন :  ০১৮১৭-৫৩০৯৫২।

পাহাড়সম রান টপকে হায়দরাবাদের জয়

  • আপডেট এর সময় : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ২ বার পঠিত হয়েছে

৪০ বলে সেঞ্চুরি, ৫৫ বলে ১৪১! আইপিএলে অভিষেক শর্মার দানবীয় ব্যাটিংয়ে পাঞ্জাব কিংসের ২৪৫ রানের পুঁজিও রীতিমত মামুলি ঠেকলো। এত বড় সংগ্রহ তাড়া করে ৯ বল হাতে রেখেই ৮ উইকেটের অবিশ্বাস্য এক জয় তুলে নিলো সানরাইজার্স হায়দরাবাদ। ২৪৬ রানের পাহাড়সম লক্ষ্য তাড়ায় দুর্দান্ত শুরু করে হায়দরাবাদ। অভিষেক শর্মা আর ট্রাভিস হেড ১২.২ ওভারের উদ্বোধনী জুটিতে তুলে দেন ১৭২ রান। হেড ৩৭ বলে ৬৬ করে আউট হন। তবে সেঞ্চুরি তুলে নিতে ভুল করেননি অভিষেক এবং সেটাও মাত্র ৪০ বলে। শেষ পর্যন্ত ৫৫ বলে ১৪ চার আর ১০ ছক্কায় ১৪১ রানের টর্নেডো ইনিংস খেলে ফেরেন অভিষেক। ১৪ বলে ২১ রানে অপরাজিত থাকেন হেনরিখ ক্লাসেন। এর আগে বেদম মার খেলেন মোহাম্মদ শামি। অভিজ্ঞ এ পেসারের করা ইনিংসের শেষ ওভারে এলো ২৭ রান। এর মধ্যে শেষ চার বলে চারটি ছক্কা হাঁকান মার্কাস স্টয়নিস। সবমিলিয়ে ৬ উইকেটে ২৪৫ রানের বড় পুঁজি দাঁড় করায় পাঞ্জাব কিংস। হায়দরাবাদের মাঠে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আগ্রাসী ছিল পাঞ্জাব। ৬ ওভারের পাওয়ার প্লেতে ১ উইকেটে তারা তোলে ৮৯ রান। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান প্রিয়ানশ আরিয়া ১৩ বলে ৩৬ আর প্রভসিমরান সিং ২৩ বলে তোলেন ৪২ রান। এরপর তাণ্ডবলীলা চালান শ্রেয়াস আইয়ার। পাঞ্জাব অধিনায়ক ৩৬ বলে খেলেন ৮২ রানের বিধ্বংসী ইনিংস, যে ইনিংসে ৬টি করে চার-ছক্কা হাঁকান তিনি। মাঝে নেহাল ওয়াধেরা ২২ বলে ২৭ আর শেষদিকে মার্কাস স্টয়নিস ১১ বলে ১ চার আর ৪ ছক্কায় করেন অপরাজিত ৩৪ রান। শামি ৪ ওভারে ৭৫ রান দিয়ে থাকেন উইকেটশূন্য। আইপিএলের ইতিহাসে কোনো বোলারের দ্বিতীয় খরুচে বোলিংয়ের রেকর্ড এটি। হর্ষল প্যাটেল ৪২ রানের বিনিময়ে শিকার করেন ৪টি উইকেট।

সংবাদটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ