দেশের সব মসজিদে একযোগে একই সময়ে জুমার নামাজ আদায়ের আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)। রোববার (১৩ এপ্রিল) ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানের স্বাক্ষরিত এক চিঠিতে এই আহ্বান জানানো হয়।
ইসলামিক ফাউন্ডেশন জানায়, জুমা দিন মুসলিম বিশ্বের সবচেয়ে বরকতময় ও শুভ দিন হিসেবে গণ্য করা হয়। সপ্তাহের শ্রেষ্ঠতম দিন হিসেবে জুমার দিনকে বিশেষ মর্যাদা প্রদান করা হয়েছে ইসলামে। মহান আল্লাহ তায়ালা কুরআনে বলেন, "হে বিশ্বাসীরা! যখন তোমাদের মধ্যে জুমার নামাজের জন্য আহ্বান করা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণে মগ্ন হও এবং বেচা-কেনা বর্জন করো। এটি তোমাদের জন্য সর্বোত্তম, যদি তোমরা জানো" (সুরা জুমা, আয়াত ৯)।
এ দিনটি মুসলিম উম্মাহর জন্য শুধু নামাজের সময় নয়, পারস্পরিক সাক্ষাত এবং সাপ্তাহিক ঈদের মত একটি বিশেষ আয়োজনের দিন। ইসলামিক ফাউন্ডেশন আরও জানায়, বিভিন্ন মসজিদে জুমার নামাজের সময় নিয়ে নিয়মিত বিভ্রান্তি দেখা যায়। দেশের কিছু মসজিদে জুমার নামাজ দুপুর ১টায়, কিছু মসজিদে দেড়টায়, আবার কিছু মসজিদে ১টা ৫০ মিনিটে শুরু হয়। এর ফলে, বিশেষ করে পথচলতি মুসল্লিরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় বিভ্রান্তির শিকার হন এবং তাদের নামাজ আদায়ে অসুবিধার সম্মুখীন হন।
এই বিভ্রান্তি দূর করতে এবং মুসল্লিদের সুবিধার্থে ইসলামিক ফাউন্ডেশন দেশের সব মসজিদে একই সময়ে দুপুর ১.৩০ মিনিটে জুমার নামাজ আদায়ের জন্য আহ্বান জানিয়েছে।
এছাড়া, ইসলামিক ফাউন্ডেশন স্থানীয় প্রশাসন ও মসজিদ কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছে, তারা যেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করে এই নির্দেশনা কার্যকর করে। এর ফলে দেশের সব মুসল্লি একযোগে এবং সমান সুবিধার সাথে নামাজ আদায় করতে সক্ষম হবেন, যা মুসলিম সমাজে একে অপরকে সমবেতভাবে আল্লাহর কাছে ধর্ণা জানানোর একটি দৃষ্টান্ত সৃষ্টি করবে।
এ ব্যাপারে, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সব মসজিদকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেছে।
এই উদ্যোগের মাধ্যমে জুমার দিনের সঠিক মর্যাদা রক্ষা এবং মুসল্লিদের জন্য আরও সুবিধাজনক পরিবেশ সৃষ্টি হবে, এমন আশা ব্যক্ত করেছে ইসলামিক ফাউন্ডেশন।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited