কাজল খান মাদারীপুর প্রতিনিধি
চকলেট দেয়ার প্রলোভন দেখিয়ে মাদারীপুরের শিবচরে ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা মামলায় এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে শিবচর উপজেলার সন্নাসীরচর ইউনিয়নের ‘রাজারচর মোল্লাকান্দি’ গ্রামের নিজবাড়ি থেকে গ্রেফতার করা হয় তোতা শেখকে। শুক্রবার সকালে তাকে তোলা হয় আদালতে।
মামলার এজাহারে বলা হয়, সপ্তাহখানেক আগে মায়ের সাথে নানাবাড়ি বেড়াতে আসে ৫ বছরের শিশুটি। ১৬ এপ্রিল বুধবার বিকেলে শিবচর উপজেলার ‘রাজারচর মোল্লাকান্দি’ গ্রামের প্রতিবেশি তোতা শেখ চকলেট দেয়ার প্রলোভন দেখিয়ে মেয়েটিকে তার কক্ষে ডেকে নেয়।
ঘরের দরজা বন্ধ করে শরীরের অস্পর্শকাতর স্থানে হাত দিয়ে ও মুখ চেপে শিশুটিকে ধর্ষনের চেষ্টা চালায় তোতা। আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে দরজা খুলতে বলে কৌশলে পালিয়ে যায় অভিযুক্ত।
পরে এই ঘটনায় ১৭ এপ্রিল বৃহস্পতিবার মেয়েটির নানী বাদী হয়ে শিবচর থানায় তোতার বিরুদ্ধে একটি ধর্ষণ চেষ্টা মামলা করেন। অভিযান চালিয়ে রাতেই গ্রেফতার করা হয় প্রধান অভিযুক্তকে।
মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, শিশুটিকে ধর্ষণ চেষ্টা মামলায় তোতা শেখকে গ্রেফতার করা হয়েছে। পরে অভিযুক্তকে শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়। এই ব্যাপারে তদন্তপূর্বক আদালতে অভিযোগপত্র প্রেরণ করা হবে।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited