আলামিন আলি চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক সাংবাদিকের ওপর অতর্কিত হামলার ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। রোববার বেলা ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। হামলার শিকার সাংবাদিক আবদুল কাদির দৈনিক বর্তমান দেশ সংবাদ পত্রিকার শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী জানায়, বেলা ১২টার দিকে পেশাগত কাজে শিবগঞ্জ বাজার থেকে উপজেলা পরিষদের দিকে যাচ্ছিলেন আবদুল কাদির।
এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌঁছালে তার ওপর অতর্কিতভাবে হামলা চালায় রফিক নামে এক ব্যক্তি। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হামলার শিকার সাংবাদিক আবদুল কাদির বলেন, পেশাগত কাজে যাবার আমার উপর হামলা চালায় রফিক।
এ সময় আমার বিভিন্ন স্থানে আঘাত করে এবং প্রাণনাশের হুমকি দেয়। পরে থানা পুলিশে খবর দিলে অভিযুক্ত রফিককে আটক করে। এ ঘটনায় তার উপযুক্ত শাস্তি চাই। শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) এসএম শাকিল হাসান বলেন, হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে রফিক নামে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited