মোঃ জিল্লুর রহমান, গাইবান্ধা প্রতিনিধি
মাইক্রোকে সাইট দিতে গিয়ে ভোরে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা টি ঘটে। তবে ট্রাক উলটে গেলেউ চালক হেলপারের কোন ক্ষতি হয় নাই। আজ মঙ্গলবার ভরতখালী গৌহাটি সহ বৈশাখের বিশাল বড়ো কালিবাড়ি মেলা মেলায় দেশের বিভিন্ন জেলা থেকে এই মেলায় আসেন। শুধু তাই নয় বিদেশ থেকে হাট ভরতখালী ঐতিহ্যবাহী কালিবাড়ী মেলায় আসারও রেকট আছে । দ্রুত এই ট্রাক রাস্তা থেকে না সরালে। বিশাল যানজটের সৃষ্টি হবে বলে স্থানীয় জনগণ বলছে। উল্লাবাজার হাট ভরতখালী মধ্যে ট্রাক উল্টানোর অনাকাঙ্ক্ষিত এই ঘটনাটি ঘটে। ভোগান্তিতে পড়েছে। সকাল সাড়ে ৯টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত যানজট অব্যাহত রয়েছে।