স্টাফ রিপোর্টার মাহাবু সুলতান,
গোপালগঞ্জের কোটালীপাড়ার ১ নং কলাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট বিজন বিশ্বাসের বিরুদ্ধে, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে ১ নং কলাবাড়ী ইউনিয়নবাসীর পক্ষে ইউপি সদস্যরা লিখিতভাবে নির্বাহী কর্মকর্তা ও দুর্নীতি দমন কমিশন গোপালগঞ্জ অফিসে অভিযোগ দায়ের করেন।
ইউনিয়নবাসীর পক্ষে অভিযোগকারীরা হচ্ছেন ১ নং কলাবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য কমলেশ ঢালী, পরিতোষ হালদার( নিখিল) এবং পরিতোষ মধু।
অভিযোগ দায়েরের ব্যাপারে ইউপি সদস্যরা বলেন, আমরা চেয়ারম্যান বিজন বিশ্বাসের কর্মকাণ্ডে তিক্ত হয়ে বিভিন্ন জায়গায় লিখিত অভিযোগ দায়ের করতে বাধ্য হয়েছি। তারা আরো বলেন এতদিন আমাদের ভয়-ভীতি দেখিয়েছেন এই বিজন চেয়ারম্যান।
এছাড়াও চেয়ারম্যান এডভোকেট বিজন বিশ্বাস ২০২৩ ২০২৪ ইং অর্থবছরের ভিজিডি কার্ডের প্রথম মাসের ২৫২ বস্তা মাল জনগণের মাঝে বিতরণ না করে আত্মসাৎ করেন। যাহার বাজার মূল্য ৩ লক্ষ ৭১ হাজার টাকা। আর এই
আত্মসাৎ করার অভিযোগ দায়ের করেন, ইউনিয়নবাসীর পক্ষে ইউপি সদস্যরা।।
অভিযোগকারী ১ নং কলাবাড়ী ইউপি সদস্য কমলেশ ঢালী বলেন, চেয়ারম্যান বিজন বিশ্বাসের বিরুদ্ধে কথা বললে শাস্তি পেতে হবে। কারণ তার হাত নাকি অনেক লম্বা।
ইউপি সদস্য পরিতোষ হালদার নিখিল বলেন,চেয়ারম্যান এডভোকেট বিজন বিশ্বাস ইউনিয়ন পরিষদের না এসে তার ইচ্ছে মতো দু তিনজন সদস্য দিয়ে নিয়ন্ত্রণ করেন পরিষদ।
ইউপি সদস্য পরিতোষ মধু বলেন, আমরা এই সকল বিষয় গুলোই লিখিত অভিযোগে তুলে ধরেছি। এবং আইনের কাছে সঠিক বিচার দাবি করি।
ভিজিডি কার্ডের মাল আত্মসাৎ এর ব্যাপারে ১ নং কলাবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান এডভোকেট বিজন বিশ্বাসের কাছে জানতে চাইলে তিনি বলেন ভিজিডি কার্ডের মাল উত্তোলনের স্বাক্ষর আমার না।
তিনি আরো বলেন এ ব্যাপারে আইনি কোন পদক্ষেপ নেইনি তবে আওয়ামী লীগের নেতারা বিষয়টি দেখতে চেয়েছেন।এছাড়া ও চেয়ারম্যান বিজন বিশ্বাস অনেক বিষয়ে এড়িয়ে যান।
এ বিষয় কোটালীপাড়া নির্বাহী কর্মকর্তা সুগুফতা হকের কাছে ইউপি চেয়ারম্যান বিজন বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের বিষয় জানতে চাইলে, নির্বাহী কর্মকর্তা বলেন,অভিযোগ পেয়েছি। সঠিক তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।