আলামিন আলিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যৌতুকের টাকা না পেয়ে পিটিয়ে জখম করেছে গৃহবধূ কে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, তিন বছর পূর্বে গৃহবধূ সালমার বিয়ে হয় উপজেলার ছত্রাজিতপুর ভাটোটোলা এলাকার ভিখু মোড়লের ছেলে নাঈমের সাথে, নাঈম মাঝেমধ্যে স্ত্রী সালমাকে যৌতুকের টাকার জন্য নির্যাতন করে মঙ্গলবার ২২ এপ্রিল সকালবেলায় যৌতুকের টাকা চেয়ে বাবার বাড়িতে ফোন করতে বলে। সালমা রাজি না হলে সালমাকে বেধড়ক মারধর করে বলে শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।
গৃহবধূ সালমা ছত্রাজিতপুর ইউনিয়নের বিলপাড়া গ্রামের আব্দুল লতিফের মেয়ে, তিন বছর পূর্বে সালমার সাথে নাঈমের ইসলামী শরীয় মোতাবেক বিবাহের আবদ্ধ হয় নাঈম সালমা দম্পতির একটি ১৮ মাসের বাচ্চাও রয়েছে, বুধবার সকাল ১১:০০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায় সালমা বেডে শুয়ে কাতরাচ্ছে এবং মাথা ব্যান্ডের রয়েছে তাকে জিজ্ঞেস করলে সে বলে তার স্বামী পুরো শরীরে ও মাথায় আঘাত করেছে মাথা কেটে গিয়েছে কয়েকটা সেলাই দেওয়া আছে। এ বিষয়ে স্বামী নায়েমের মুঠোফোনের ফোন দিলে ফোনটি রিসিভ করেননি, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া বলেন লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited