মাত্র কয়েকদিন আগেই ক্যারিয়ারে সেঞ্চুরির হাফ সেঞ্চুরি করার বিরল কৃতিত্ব গড়েন এনামুল হক বিজয়। গত বুধবার আবার সেঞ্চুরি করেছেন আবাহনীর বিপক্ষে। সেই কৃতিত্বের স্বীকৃতি মিললো এবার তার। জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে বাংলাদেশ দলের লজ্জারে হারের দিনেই চট্টগ্রাম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। সেই দলে জায়গা পেয়েছেন ওপেনার এনামুল হক বিজয়। আগামী সোমবার চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। সেই দলে এসেছেন ৩২ বছর বয়সী উইকেটরক্ষক-ব্যাটার বিজয়। যিনি সর্বশেষ টেস্ট খেলেছেন ২০২২ সালের জুনে ওয়েস্ট ইন্ডিজ সফরে। চলমান ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত ছন্দে রয়েছেন এনামুল হক বিজয়। গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে টুর্নামেন্টে এখন পর্যন্ত করেছেন চারটি সেঞ্চুরি, যার সর্বশেষটি এসেছে আবাহনীর বিপক্ষে। সেটারই পুরস্কার পেলেন লম্বা সময় পর বাংলাদেশ টেস্ট দলে ফিরে। এনামুলকে জায়গা দিতে গিয়ে বাদ পড়তে হয়েছে জাকির হাসানকে। ২৭ বছর বয়সী জাকির অবশ্য সিলেট টেস্টের একাদশে ছিলেন না। চট্টগ্রাম টেস্টের দলে আরেকটি পরিবর্তন আনা হয়েছে। নাহিদ রানা পিএসএল খেলতে পাকিস্তানে যাবেন বলে এই পরিবর্তন অবধারিতই ছিল। স্পিন শক্তি বাড়াতে পেসার নাহিদের পরিবর্তে ডাকা হয়েছে বাঁহাতি স্পিনার তানভীর ইসলামকে। ২৮ বছর বয়সী তানভীর এবারই প্রথম টেস্ট দলে ডাক পেলেন। ২০২৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা এই স্পিনার এখন পর্যন্ত চারটি টি-টোয়েন্টি খেলেছেন।
বাংলাদেশ স্কোয়াড
নাজমুল হোসেন (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, এনামুল হক, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব।