বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৩:৪৯ অপরাহ্ন
জরুরী বিজ্ঞপ্তি
দৈনিক বর্তমান দেশ সংবাদ এ সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১,  মুঠোফোন :  ০১৮১৭-৫৩০৯৫২।

পবিত্র কোরআনে পঙ্গপাল নিয়ে কিয়ামতের ইঙ্গিত

  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১ বার পঠিত হয়েছে

সম্প্রতি মসজিদুল হারামসহ এশিয়ার বিভিন্ন অঞ্চলে একটি ব্যতিক্রমধর্মী ঘটনা দেখা যায়। সেখানে প্রচুর পরিমাণে মরু পঙ্গপালের দল উড়ে বেড়াচ্ছে। প্রায় এক ঘণ্টার মতো সময় ধরে অসংখ্য পঙ্গপাল আকাশে উড়ে বেড়াতে দেখা যাচ্ছে অনেক দেশে। অনেকের মনে প্রথমেই যে চিন্তাটি আসে তা হলোÑএটি হয়তো আল্লাহর পক্ষ থেকে কোনো ‘শাস্তি’ অথবা ‘কিয়ামতের নিদর্শন’ হতে পারে। ইতিহাসের পাতায় এমন ঘটনা বিরল, এই যুগের মানুষের জন্য ছিল সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতা। অনেকেই, যারা পঙ্গপাল সম্পর্কে পূর্ব থেকে ধারণা রাখেন, মনে করেনÑপূর্ববর্তী অনেক জাতি এই পঙ্গপালের মাধ্যমে শাস্তির সম্মুখীন হয়েছে। পবিত্র কোরআনের একটি আয়াতে আল্লাহ তাআলা পঙ্গপাল সম্পর্কে উল্লেখ করেছেন, এই উদাহরণ দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের সময়ের চিত্র তুলে ধরেছেন। পঙ্গপালরা যখন মাটির নিচ থেকে জন্ম নিয়ে ওঠে, তারা বিশাল দলবদ্ধভাবে একত্র হয়। প্রত্যেকটি দল ১২০০ বর্গ কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়ার ক্ষমতা রাখে। পরে তারা সবাই এক অভিন্ন দিক নির্ধারণ করে সেইদিকে উড়ে চলে যায়। তাদের এই বিশাল বহর আকাশের পুরো অংশ ঢেকে ফেলতে সক্ষম। এটি কিয়ামতের দিনের একটি চিত্রের অনুরূপÑযেদিন অসংখ্য মৃত মানুষ কবর থেকে উঠে এক দিকের দিকে দৌড়াতে থাকবে যেন একটি দলবদ্ধ পশুর পাল। সুতরাং, বলা যায় যে এটি কিয়ামতের নিদর্শনগুলোর একটি মুহূর্ত হতে পারে। মুমিনদের জন্য এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি সতর্কবার্তাÑকিয়ামতের আগেই যেন তারা নিজেদের আমল পরিশুদ্ধ করে নিতে পারে। যদিও দৃশ্যটি ছিল ভীতিকর, তবে একইসাথে ছিল এক রাজসিক মহিমার বহিঃপ্রকাশ। এমন দৃশ্য দেখলে মুখ দিয়ে আপনা-আপনিই বেরিয়ে আসে আল্লাহু আকবার! এই পঙ্গপাল বহু যুগ ধরে আমাদের সাথেই পৃথিবীতে বসবাস করছে, কিন্তু এত বড় আকারে এমন দৃশ্য এই প্রথম দেখা গেল। পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে কিয়ামতের দিনের বর্ণনা অত্যন্ত গভীরতা ও প্রতীকী ভাষায় উপস্থাপন করা হয়েছে। এর মধ্যে একটি তাৎপর্যপূর্ণ তুলনা পাওয়া যায় সুরা আল-কামার-এর ৭ নম্বর আয়াতে-

অপমানে অবনমিত নেত্রে সেদিন তারা কবর হতে বের হবে, মনে হবে যেন তারা বিক্ষিপ্ত পঙ্গপাল। (সুরা আল-কামার: ৭)

এই আয়াতে কিয়ামতের দিন মানুষ কবর থেকে বের হয়ে আসবেÑএই ঘটনাটিকে পঙ্গপালের সাথে তুলনা করা হয়েছে। এই তুলনার মধ্য দিয়ে মহান আল্লাহ তা’আলা আমাদের সামনে কিয়ামতের এক জ্যান্ত ও ভীতিকর চিত্র তুলে ধরেছেন-

দলবদ্ধভাবে একযোগে চলাফেরা: পঙ্গপাল একা নয়, বিশাল দল গঠন করে একসাথে আকাশে উড়ে চলে যায়। তেমনি কিয়ামতের দিন মানুষ কবর থেকে দলবদ্ধভাবে উঠে পড়বে, যেন বিশাল এক স্রোত বইছে এক দিকের দিকে।

অভিমুখহীন বা একত্রিত দিক: পঙ্গপাল এক অভিন্ন দিক বেছে নিয়ে চলে যায়। মানুষের দিকও হবে একÑহাশরের ময়দানের দিকে, যেখানে তারা দাঁড়াবে বিচার দিবসের জন্য।

ছড়িয়ে পড়ার ভয়াবহতা: পঙ্গপাল যখন আসে, একেবারে আকাশ ঢেকে ফেলে, চারপাশ অন্ধকার করে তোলে। তেমনি কিয়ামতের দিনে পৃথিবীজুড়ে মানুষ উঠবে, তাদের ভিড় হবে সীমাহীন ও বিস্তৃত।

আতঙ্ক ও অবনত চাহনি: আয়াতে বলা হয়েছে, তাদের দৃষ্টিতে থাকবে অপমান, ভয় ও আতঙ্কের ছাপÑযেমন পঙ্গপাল দ্রুত গতিতে পালায় বিপদ থেকে বাঁচার জন্য। কিয়ামতের দিনের ভয়াবহতা মানুষের মুখমণ্ডল ও চোখে প্রতিফলিত হবে।

এই তুলনা কোনো সাধারণ দৃষ্টান্ত নয়। এটা আমাদের মনে কিয়ামতের ভয়াবহতা ও বাস্তবতা গভীরভাবে গেঁথে দেওয়ার জন্য। এটি আমাদের সতর্ক করে দেয়Ñকিয়ামতের দিন শুধু হিসাবের দিন নয়, এটি হবে এক এমন দিন, যেদিন কারো গোপন কিছু লুকিয়ে রাখা যাবে না, এবং প্রত্যেকেই নিজ আমলের ফল ভোগ করবে।

সংবাদটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ