খোরশেদ রনি : রায়পুর প্রতিনিধি
শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী আদর্শই পথ’ লক্ষীপুরের রায়পুরে মে দিবস উপলক্ষে বাংলাদেশ
জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, রায়পুর উপজেলা শাখা-এর উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (০১ মে) সকাল ১০.টায় র্যালিটি রায়পুর আলিয়া মাদ্রাসার মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে উপজেলা,পৌরসভা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
র্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গোলাম মহিউদ্দিন হারুন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষীপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ফারুক হোসাইন নুর নবী।
উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি এড আবুল কালাম এর সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর রায়পুর উপজেলা আমির মাওলানা সাইয়েদ নাজমুল হুদা।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি আব্দুল আউয়াল রাসেল চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আবুল কাশেম, পৌর জামায়াতের নায়েবে আমি এডভোকেট কামাল উদ্দিন, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল খায়ের প্রমূখ।
বক্তারা বলেন, মে দিবস হচ্ছে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের প্রতীক। ইসলামী আদর্শই একমাত্র পথ, যেখানে শ্রমিকের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও মর্যাদা নিশ্চিত করা হয়। তারা আরও বলেন, দেশের শ্রমজীবী মানুষ আজ নানা বঞ্চনার শিকার। তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ইসলামী সমাজব্যবস্থার বিকল্প নেই।