খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ক্লাস বর্জনের সিদ্ধান্তে অটল রয়েছে শিক্ষক সমিতি। সোমবার দ্বিতীয় দিনের ক্লাস বর্জন অব্যাহত ছিল। শিক্ষকদের ওপর হামলা ও লাঞ্ছিতের প্রতিবাদে রোববার ক্লাস বর্জন শুরু করে শিক্ষক সমিতি।
এদিকে, সোমবার শিক্ষক সমিতির সাধারণ সভায় পাঁচ দফা দাবিসহ সাত দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে। সাত দিনের মধ্যে দোষী শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে শিক্ষা কার্যক্রমের পাশাপাশি প্রশাসনিক কার্যক্রম থেকেও বিরত থাকবে শিক্ষক সমিতি।
জানা যায়, শিক্ষার্থীদের আন্দোলনের চাপের মুখে কুয়েটের উপাচার্যকে প্রত্যাহার করার পরও অচলাবস্থা কাটেনি। দীর্ঘ প্রায় আড়াই মাস পর কুয়েটের একাডেমিক কার্যক্রম চালু হওয়ার পর আন্দোলনে নামে শিক্ষক সমিতি।
এর আগে শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার প্রতিবাদে আন্দোলন করে শিক্ষার্থীরা। এদিকে শিক্ষা কার্যক্রম থেকে শিক্ষকদের বিরত থাকার কারণে কুয়েটে বন্ধ রয়েছে সব ধরনের ক্লাস পরীক্ষা। তাই সব সমস্যার সমাধান করে দ্রুত শিক্ষা কার্যক্রম চালু করার দাবি শিক্ষার্থীদের।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited