চলচ্চিত্রপ্রেমীদের জন্য সুখবর, ‘অ্যাভাটার’ সিরিজের নতুন কিস্তির প্রথম ঝলক প্রকাশিত হয়েছে। বহুল প্রতীক্ষিত ছবি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’-এর সেই ছবিতে দেখা গেছে নৈতিরি চরিত্রে অভিনয় করা জোই সালদানা তার ধনুক তাক করে আছেন। চোখে মুখে তীব্র রাগের ছাপ। এটি নেটিজেনদের মুগ্ধ করেছে। চলছে আলোচনা। আভাস মিলেছে, আসতে চলেছে চোখ ধাঁধানো নতুন অ্যাভাটার। চলচ্চিত্রটি নিয়ে সম্প্রতি এম্পায়ার সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে জোই সালদানা জানিয়েছেন, আগের কাহিনির মর্মান্তিক পরিণতির রেশ এখনো কাটিয়ে উঠতে পারেনি নৈতিরি। দ্বিতীয় কিস্তি ‘দ্য ওয়ে অব ওয়াটার’-এর শেষদিকে আবারও ভয়াবহ সংঘাতে জড়িয়ে পড়ে নৈতিরি ও জেকের পরিবার। সেখানে তাদের সন্তান নেটেয়াম নিহত হয়। সেই ‘অন্তহীন শোক’ এখনো তাড়া করে ফিরছে নৈতিরিকে। সালদানা বলেন, ‘সেই বেদনার যেন কোনো শেষ নেই। আর ঠিক সেখান থেকেই জন্ম নিচ্ছে এক অদম্য ক্রোধ। এই কিস্তিতে সুলি পরিবারকে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে।’ তিনি আরও জানান, নৈতিরির ভেতরকার এই সংঘর্ষ শুধু স্বামী জেকের সঙ্গে সম্পর্কেই নয়; সে তার নিজের অস্তিত্ব, তার জাতি, ভূমি এবং নাভি সম্প্রদায়ের আচার-আচরণ নিয়েও প্রশ্ন তুলবে। ‘ফায়ার অ্যান্ড অ্যাশ’-এ সুলি পরিবার চলে যাবে প্যান্ডোরার আগ্নেয়গিরিময় অঞ্চলে। তারা পরিচিত হবে মাংকওয়ান গোত্রের সঙ্গে। সেখানেই নৈতিরির মুখোমুখি হবে এক শক্তিশালী নারীনেতা ভারাংয়ের। এ চরিত্রে অভিনয় করেছেন ওনা চ্যাপলিন। পরিচালক জেমস ক্যামেরন জানিয়েছেন, এই ছবিতে জোই সালদানার অভিনয় অনন্য উচ্চতায় পৌঁছেছে। ‘ফায়ার অ্যান্ড অ্যাশ’ ছবিটি আগামী ১৯ ডিসেম্বর সারাবিশ্বের নানা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited