এআই-এর নতুন একটি টুল জিবলি নিয়ে মানুষের মাতামাতি চোখে পরার মতো ছিল সোশ্যাল মিডিয়ায়। এআইয়ের বিশেষ এই টুলটি একটি বিশেষ অ্যানিমেশন টুল। চ্যাটবট এআই চ্যাটজিপিটি এমন একটি ফিচার লঞ্চ করেছে, যা বিভিন্ন রকমের ছবিকে অ্যানিমি ছবি তৈরি করে দিয়েছে জিবলি। তবে জিবলি ছাড়াও চ্যাটজিপিটির আরও অনেক টুল রয়েছে। বাবা-মা কিংবা পরিবারের অনেক আগের পুরোনো সাদাকালো ছবিগুলো এখন রঙিন করে দেবে চ্যাটজিপিটি।
পুরোনো ছবি রঙিন করবেন কীভাবে দেখে নিন-
প্রথমেই ছোট্ট একটি নির্দেশ দিতে হবে যে, এই সাদা-কালো ছবিটিকে ন্যাচারালি কালারাইজড ভার্সনে পরিণত করতে হবে। সেটি যেন একেবারে আসল রঙিন ছবির মতো দেখতে হয়। ব্যবহারকারী চাইলে যে কোনো নির্দিষ্ট তথ্যও চ্যাটজিপিটি অথবা এআই টুলকে দিতে পারেন। যেমন-
১. এটা আমার মা-বাবার বিয়ের ছবি। যা তোলা হয়েছিল ১৯৭০ সালে। দয়া করে রঙগুলোকে ন্যাচারাল রাখা হোক।
২. স্কিন টোন, চোখের রং এবং ন্যাচারাল টেক্সচারকে একদম নিখুঁত ভাবে রেন্ডার করতে হবে।
৩. রিয়েলিস্টিক লাইটিং ব্যবহার করতে হবে। আর সেই যুগে বিয়ের অনুষ্ঠানের মতো সঠিক রং ব্যবহার করতে হবে।
৪. সাদা-কালো ছবি থেকে আসল বিবরণ, টেক্সচার এবং কনট্রাস্ট রেখে দিতে হবে।
৫. ওভার স্যাচুরেশন, স্টাইলাইজড ফিল্টার অথবা দৃশ্যমান এআই আর্টিফ্যাক্ট রাখা চলবে না।
চ্যাটজিপিটিকে ব্যবহার করে পুরোনো ছবিতে রঙের ছোঁয়া আনার উপায়-
>> প্রথমে চ্যাটজিপিটি ওয়েবসাইট অথবা অ্যাপে যেতে হবে। এমন ভার্সন ব্যবহার করতে হবে, যা ইমেজকে সাপোর্ট করে।
>> ব্যবহারকারী যে সাদা-কালো ছবিতে রঙের ছোঁয়া দিতে চাইছেন, সেটি খুঁজে বার করতে হবে। চ্যাট উইন্ডোতে তা আপলোড করতে হবে।
>> উপরোক্ত নির্দেশ দিয়ে ছবিটিকে রঙিন করার কথা বলতে হবে।
>> চ্যাটজিপিটি এবার ব্যবহারকারীর নির্দেশমতো ছবিটিকে প্রসেস করবে। আর সেই সঙ্গে কালার্ড ভার্সন দিয়ে দেবে। যার জন্য মাত্র কয়েক সেকেন্ড সময় লাগবে।
>> ব্যবহারকারীর পছন্দমতো ছবি চলে এলে তা ডাউনলোড করে নিতে হবে। এরপর তা পরিবারের সঙ্গে ভাগ করে নেওয়া যেতে পারে। কিংবা অনলাইনেও পোস্ট করা যেতে পারে।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited