কোটালীপাড়া( গোপালগঞ্জ) প্রতিনিধি,মাহাবুব সুলতান
গোপালগঞ্জের কোটালীপাড়ার আমতলী ইউনিয়নের ওয়াবাদার হাট বাজারে উচ্ছেদ অভিযানে ১১৩ টি দোকান ভেঙে দিল পানি উন্নয়ন বোর্ড।
আজ (বৃহস্পতিবার)৮ মে সকাল থেকে বিকেল পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসন যৌথ ভাবে উপজেলার আমতলী ইউনিয়নের ওয়াবদারহাট বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রন্টি পোদ্দার।এসময় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাসহ স্হানীয় পুলিশ প্রশাসন ফায়ারসার্ভিস ও পল্লি বিদ্যুতের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অভিযানে অবৈধ ভাবে দখলে রাখা সাড়ে ১১ একর জমির উপরে নির্মিত ১১৩ টি ব্যবসা প্রতিষর্ঠানে ৪ টি বুলডোজার মেশিন দিয়ে গুড়িয়ে দেওয়া হয়।
ব্যবসায়ী নজরুল ইসলাম মহিন,রুহুল আমিন খান,আলামিন সিকদার,বলেন এ উচ্ছেদ অভিযানে আমাদের অপুরনীয় ক্ষতি হয়েছে। এখন আমরা যাহাতে পুর্ণবাসিত হয়ে পুনরায় ব্যবসা বানিজ্য করে জীবিকা নির্বাহ করতে পারি তাহার প্রয়োজনীয় ব্যবস্হা নেওযার জন্য সরকারের প্রতি দাবি জানাই।
এছাড়াও স্হানীয় এলাকাবাসী জানায় ১৯৮৬ সালে ওয়াবদারহাট বাজার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে প্রায় ১০ গ্রামের সাধারণ মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের চাহিদা মিটিয়ে আসছিলেন এ বাজার থেকে কিন্তু হঠাৎ করে এক সঙ্গে বাজারের এতোগুলো দোকান ঘর গুড়িয়ে দেওয়ায় প্রচন্ড ক্ষতির মুখে পড়েছে এবং অত্র এলাকার জানসাধারণের ৫ কিলোমিটার দুরে গিয়ে নিত্য প্রয়োজনীয় মালামাল ক্রয় করতে হবে বলে উদ্বেগ প্রকাশ করছেন ব্যবসায়ীরা ।
পানি উন্নয়ন বোর্ড জানায় দীঘদিন ধরে কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের ৬৫ নং গচাপাড়া মৌজায় অধিগ্রহনকৃত সাড়ে ১১ একর জমির উপরে নির্মিত পাকা ও আধাঁপাকা ১১৩ টি দোকান ঘর উচ্ছেদ করা হয়েছে।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited