চলতি বছরের অন্যতম প্রতীক্ষিত হরর সিনেমা ‘ফাইনাল ডেস্টিনেশন : ব্লাডলাইনস’। ছবিটি এখনো মুক্তি পায়নি। কিন্তু এর উদ্বোধনী দৃশ্য ইতিমধ্যেই গড়েছে এক অভিনব রেকর্ড। সিরিজের ষষ্ঠ পর্ব হিসেবে নির্মিত এই ছবিটি পরিচালনা করেছেন জ্যাক লিপোভস্কি ও অ্যাডাম স্টেইন। সিনেমার গল্প এগিয়েছে বিভিন্ন টাইমলাইন ধরে। যার শুরু হয় ১৯৬৯ সালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ভবিষ্যদ্বাণী দিয়ে। এই দৃশ্যেই ঘটে ইতিহাস। ৭১ বছর বয়সী অভিনেত্রী ও স্টান্টওম্যান ইয়ভেট ফার্গুস অবসর ভেঙে ফিরেছেন এই ছবির জন্য। ফিরেই গড়েছেন বিরল এক রেকর্ড। নিজের শরীরে আগুন নিয়ে অভিনয় করেন তিনি ছবির মিসেস ফুলার চরিত্রে। তিনি এখন পর্যন্ত সবচেয়ে বয়স্ক ব্যক্তি যিনি পুরো শরীর জ্বলন্ত অবস্থায় ক্যামেরার সামনে অভিনয় করেছেন। পরিচালক লিপোভস্কি গণমাধ্যমে বলেন, ‘আমরা অনেক মানুষকে আগুনে পুড়িয়েছি এই দৃশ্যে। ইয়ভেট ফার্গুসন ছিলেন সেই রেকর্ডধারী যিনি রূপালি পোশাকে পুরো বডি বার্ন করেছেন। এটা ক্যামেরার সামনে সবচেয়ে বয়স্ক ব্যক্তির অগ্নিদগ্ধ স্টান্ট।’ ইয়ভেট নিজেও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এই দৃশ্যকে জীবনের অন্যতম প্রিয় স্টান্ট বলে উল্লেখ করেন। এক ভক্তের মন্তব্যে জবাব দিয়ে বলেন, ‘আবার করতে চাই! আমার বয়সে এসে এভাবে মজা করার সুযোগ ক’জনের হয়?’ এই স্মরণীয় মুহূর্তের সময় সেটে উপস্থিত ছিলেন সিনেমার অভিনেত্রী ব্রেক বাসিঞ্জার। তিনি ছবিতে অভিনয় করছেন ইয়াং আইরিস ক্যাম্পবেল চরিত্রে। তিনি বলেন, ‘আমি ওর আশেপাশেই ছিলাম। ভীষণ সুন্দর একটা মুহূর্ত ছিল। সবাই হাততালি দিচ্ছিল আর ও ছিল দারুণ রোমাঞ্চিত।’ ছবিতে বাসিঞ্জারের চরিত্র আইরিস হলেন মূল চরিত্র স্টেফানি লুইসের দাদী। স্টেফানি একজন কলেজ শিক্ষার্থী, যার বারবার দেখা দুঃস্বপ্ন তার পুরো পরিবারের মৃত্যুর পূর্বাভাস হয়ে দাঁড়ায়। ছবিটি ১৪ মে যুক্তরাজ্যে ও ১৬ মে যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited