মোঃ কামরুল ইসলাম টিটু : স্টাফ রিপোর্টার
বাগেরহাটে শরণখোলায় কৃষকের গরু চুরি করে তা জবাই করে কখনো চামড়া বা মাথা রেখে মাংস নিয়ে যাচ্ছে চোর চক্র। এদের ধরতে পারছেনা পুলিশ ও জনতা। ৮ মে গভীর রাতে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের মধ্য নলবুনি এলাকায় একটি গরু চুরি হয় পরে ৯ মে সকালে মাঠের মধ্যে থেকে মাথাও চামড়া উদ্ধার করে ওই কৃষক।
ভুক্তভোগী পরিবারের এলাকা সূত্রে জানা গেছে, শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের মধ্য নলবুনিয়া গ্রামের বাসিন্দা কৃষক মোহাম্মদ রুহুল আমিন হাওলাদারের গোয়ালঘর থেকে একটি গরু গত ৮ মে গভীর রাতে চুরি করে গঙ্গোপাধ্যায় একটি চক্র দল । পরে দিন খোঁজাখুঁজি করে কোন সন্ধান পায়নি ওই কৃষক। পরের দিন ৯ মে সকালে বাড়ি সংলগ্ন মাঠের মধ্যে ওই গরুটির মাথা ও চামড়া দেখতে পায় রুহুল আমিন। এভাবেই ওই এলাকা থেকে গতমাসেও একই সিস্টেমে আরো একটি গরু চুরি করে নাড়ি বুড়ি রেখে মাংস নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।রুহুল আমিন জানায় তার গরুটির বর্তমান বাজার দর প্রায় ৬০ হাজার টাকা।
তবে এলাকাবাসী ধারণা এই সঙ্ঘবদ্ধ চক্র এখন তোকেটা ইউনিয়নের হতে পারে বলে তারা ধারণা করছে।
শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ বলেন, তিনি বিষয়টি শুনেছেন এবং ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। তদন্ত চলছে দোষীদের ধরার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited