প্রায় দেড় দশক পর আবারও কারাতে কিড ইউনিভার্সে নিজের চিরচেনা রূপে ফিরছেন জ্যাকি চ্যান। শুধু তাই নয়, তার সঙ্গে আছেন র্যালফ ম্যাকিয়ো। যিনি তার চিরচেনা চরিত্র ড্যানিয়েল লারুসো হিসেবে আবার পর্দায় হাজির হতে চলেছেন। তবে এবার ভেন্যু চীনের বেইজিং নয়, বরং নিউইয়র্কের ব্যস্ত রাস্তাঘাট। আর এ নতুন পরিবেশেই শুরু হবে নতুন শিষ্যের জার্নি, এক নতুন যুদ্ধ এবং নতুন এক বন্ধনের গল্প। এ সিনেমার কেন্দ্রবিন্দুতে রয়েছেন লি ফং (বেন ওয়াং)। যিনি একজন তরুণ কুংফু খেলোয়াড়। আর এ চরিত্রটি পর্দায় অসাধারণ অভিনয়ে ফুটিয়ে তুলেছেন অভিনেতা বেন ওয়াং। পারিবারিক অস্থিরতা পেছনে ফেলে তিনি পাড়ি জমান নিউইয়র্কে আর সেখানে অপ্রত্যাশিতভাবে জড়িয়ে পড়েন এক কারাতে প্রতিযোগিতায়। ঠিক তখনই তার পাশে এসে দাঁড়ান হান (জ্যাকি চ্যান) ও লারুসো (র্যালফ ম্যাকিয়ো) নামের দুই প্রজন্মের দুই গুরু। এরপর শুরু হয় পূর্ব ও পশ্চিমের মিলন আর সাংস্কৃতিক ঐক্যের এক অসাধারণ অধ্যায়। আসন্ন এ চলচ্চিত্রের বিষয়ে জ্যাকি চ্যান বলেন, ‘সিনেমাটি নিয়ে আমি সত্যিই খুব উচ্ছ্বসিত। ১৫ বছর হয়ে গেছে আর এবার গল্পটা নিউইয়র্কে নির্মাণ হবে, একেবারে অন্য স্বাদ।’ তিনি আরও বলেন, ‘আমি সবসময় নিজের স্ট্যান্ট নিজেই করি। যতদিন অবসর নিচ্ছি না, এটা চলবে।’ এদিকে জ্যাকি বেন ওয়াংয়ের প্রশংসা করে বলেন, ‘সে খুব ভালো ছেলে, তাড়াতাড়ি শেখে আর অনেক ভদ্র। আমি ওর মধ্যে আমার পুরোনো দিনের লড়াই দেখতে পাই।’ ‘কারাতে কিড: লিজেন্ড’ সিনেমাটি পরিচালনা করছেন নির্মাতা জোনাথন এন্টউইস্টল। এরই মধ্যে সিনেমাটির ট্রেলার মুক্তি পেয়েছে, যা দেখে বেশ উচ্ছ্বসিত দর্শকরা। এ সিনেমায় জ্যাকি চ্যানের পাশাপাশি অভিনয় করেছেন র্যালফ ম্যাকিয়ো, বেন ওয়াং, জোশুয়া জ্যাকসন, স্যাডি স্ট্যানলিসহ আরও অনেকে। চলচ্চিত্রটি সবকিছু ঠিক থাকলে আগামী ৩০ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited