সোমবার, ১৯ মে ২০২৫, ১২:০৯ অপরাহ্ন
জরুরী বিজ্ঞপ্তি
দৈনিক বর্তমান দেশ সংবাদ এ সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১,  মুঠোফোন :  ০১৮১৭-৫৩০৯৫২।

গাইবান্ধায় ঝড়ে গাছের ডাল ভেঙে র‌্যাব সদস্যের মৃত্যু

  • আপডেট এর সময় : সোমবার, ১২ মে, ২০২৫
  • ১০ বার পঠিত হয়েছে

মোঃ জিল্লুর রহমান গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা-সাদুল্যাপুর উপজেলার সাহার বাজার এলাকায় রোববার রাত ১১টার দিকে হঠাৎ কাল বৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে আবু বক্কর সিদ্দিক নামে র‌্যাবের এক কনস্টেবলের মৃত্যু হয়েছে। তিনি গাইবান্ধা র‌্যাব- ১৩ ক্যামেপ কনস্টেবল পদে কর্মরত ছিলেন এবং তার বাড়ি কুষ্টিয়া জেলায়। পুলিশ সুত্র জানায়, আবু বক্কর সিদ্দিক ডিউটিরত থাকাবস্থায় রোবার রাতে ক্যামেপ ফিরছিলেন। এসময় তার আরেক সদস্যের সাথে মোটরসাইকেল যোগে সাহার বাজার পৌঁছায়। এসময় হঠাৎ কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে যায়। এ ডালের আঘাতে আবু বক্কর সিদ্দিক গুরম্নতর আহত হন। তাকে উদ্ধার করে সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। তার সাথে থাকা আরেক সদস্যও আহত হয়েছেন।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, কালবৈশাখী ঝড়ের কারণে একটি গাছের ডাল ভেঙে পড়ে র‌্যাব সদস্যের মৃত্যু হয়েছে।

সংবাদটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ