স্প্যানিশ লা লিগার শিরোপা নির্ধারণ হয়েই গেলো বলা যায়। রিয়াল মাদ্রিদকে মৌসুমের শেষ এল ক্ল্যাসিকোয় ৭ গোলের থ্রিলারে ৪-৩ গোলে হারিয়ে লিগে ৭ পয়েন্টের স্পষ্ট ব্যবধান তৈরি করলো বার্সেলোনা। দুর্দান্ত এক হ্যাটট্রিক করলেন কিলিয়ান এমবাপে। তবুও বার্সার কাছে হারতে হলো তার দল রিয়াল মাদ্রিদকে। ৩৫ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট ৮২। সমান ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রইলো রিয়াল মাদ্রিদ। লিগে ম্যাচ বাকি আর ৩টি। পরের ম্যাচ জিতলেই লা লিগার চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করে ফেলবে লামিনে ইয়ামালরা। রিয়াল মাদ্রিদের লক্ষ্য ছিল এই ম্যাচে জিততে পারলে, ব্যবধান ১ পয়েন্টে কমিয়ে আনতে পারবে তারা; কিন্তু সেটা আর সম্ভব হলো না আনচেলত্তির শিষ্যদের। তবে ম্যাচে অনেকগুলো গোল অফসাইড এবং ভিএআরের কারণে বাতিল হয়ে যায়। না হয়, ম্যাচের ফল ভিন্নও হতে পারতো। শেষ মুহুর্তে ফারমিন লোপেজ দুর্দান্ত এক গোল করেছিলেন। স্কোর দেখাচ্ছিল ৫-৩; কিন্তু পরে ভিএআরের কারণে সেটা বাতিল হয়ে যায়। এমবাপের দুটি গোল বাতিল হয় অফসাইডের কারণে। শুধু তাই নয়, বেশ কিছু দারুণ সুযোগও মিস করেন এমবাপে। গোলরক্ষক সিজনিকে ওয়ান-টু ওয়ান পেয়েও বার্সার জালে বল জড়াতে পারেননি। একইভাবে রাফিনহা ও লামিনে ইয়ামালও বেশ কয়েকটি দারুণ সুযোগ মিস করেন রিয়াল গোলরক্ষক থিবো কুর্তোয়ার কারণে। প্রথমার্ধের শেষ দিকে এমবাপে একটি গোল করলেও অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। একটি পেনাল্টিও পেয়েছিলেন এমবাপে। কিন্তু ভিএআর দেখে সেটা বাতিল করে দেন রেফারি। শেষ পর্যন্ত রিয়ালের বিপক্ষে ৪-২ গোলে এগিয়ে থেকে মাঠ ছাড়ে বার্সা। দ্বিতীয়ার্ধে গোল হলো ১টি। গোলটি করেন রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপে। ৭০তম মিনিটে একেবারে ফাঁকায় বল পেয়ে যান ভিনিসিয়ুস জুনিয়র। বক্সের সামনে গিয়ে তিনি আলতো করে ঠেলে দেন এমবাপের দিকে। গোল করার জন্য শট নিতে পারতেন ভিনি। কিন্তু গোল হতো কি না নিশ্চিত ছিল না। তা না করে এমবাপেকে দিয়ে দেন। একেবারে ফাঁকা জালে বল জড়িয়ে নিজের হ্যাটট্রিক পূরণ করেন রিয়ালের ফরাসী তারকা।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited