মোঃ জিল্লুর রহমান গাইবান্ধা প্রতিনিধি।
গাইবান্ধা সাঘাটা উপজেলা কামালের পাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে তিনজনের মৃত্যু!
১৫ মে বৃহস্পতিবার দুপুরে ঘরের অবকাঠামো নির্মাণ করার সময় টিনের বেড়ার সাথে বিদ্যুৎতায়িত হলে ভুলে সেই টিনে হাত দিয়ে ধরায় বিদ্যুৎ স্পৃষ্টে হয়ে এ মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
নিহতরা হলেন কামালের পাড়ার মৃত সাহেব আলীর পুত্র আফজাল (৬৫), একরামুলের পুত্র মোশারফ( ২৬), মকবুলের পুত্র মিলন (৩০)।
জানা গেছে, মকবুলের পুত্র মিলনের ঘরের চালের উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তাঁর থেকে তার ঘরে বিদ্যুৎতায়িত হয়। মিলন দুপুরে ঘর থেকে বের হয়ে হঠাৎ বারান্দার টিন ধরে চিৎকার করতে থাকলে আফজাল মিলনকে উদ্ধার করতে যায়।মিলনের ও আফজালের চিৎকার করতে থাকে এসময় তাঁকে বাঁচাতে মোশাররফ সেখানে যায়। একে অপরকে উদ্ধার করতে গেলে বিদ্যুৎতায়িত হয়ে তিনজনেই গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাঁদেরকে উদ্ধার করে সাঘাটা হাসপাতালে আনার সময় পথিমধ্যে তিনজনই মৃত্যুবরণ করেছে।
সাঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, বিদ্যুৎ স্পৃষ্টে তিনজনকে চিকিৎসার জন্য এনেছিল।
তাদের বিপিসহ বিভিন্ন কিছু চেক করে দেখা গেছে হাসপাতালে আনার কমপক্ষে ২০ থেকে ৩০ মিনিট পূর্বেই তারা মারা গেছেন।
মৃত্যু ব্যাক্তিদের নিয়ে পরিবারের লোকজন বাড়িতে নিয়ে যায়।অকাল এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের মতন চলছে।
সাঘাটা থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited