মোঃ জিল্লুর রহমান গাইবান্ধা প্রতিনিধি,
গাইবান্ধা গোবিন্দগঞ্জে ঝড়ে গাছের ডাল ভেঙ্গে ভাঙ্গা ডালের চাপা পড়ে শাপলা বেগম (৩৭) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এসময় ওই নারীর স্বামীও গুরুত্বর আহত হয়েছেন।
শনিবার রাত ১০ টার দিকে উপজেলার রাখালবুরুল পীরপল বাজারে এদূঘর্টনা ঘটে। নিহত শাপলা বেগম (৩৭) রাখালবুরুজ ইউনিয়নের পীরপল গ্রামের খোকা মিয়ার স্ত্রী। তিনি ওই বাজারে চা বিক্রেতা ছিলেন। স্থানীয়রা জানায়, শনিবার রাত ১০ টার দিকে প্রচন্ড ঝড়ো বাতাস বইছিলো। শাপলা বেগম ও তার স্বামী খোকা মিয়া বাজারে দোকানে চা বিক্রি করছিলেন। হঠাৎ বট গাছের একটি বড় ডাল তার চায়ের দোকানের টিনের চালার উপর পড়ে। এসময় গাছের ডালের নিচে পড়ে দুইজনই চাপা খান। স্থানীয়রা উদ্ধার করে দেখতে পান শাপলা বেগম ঘটনাস্থলেই মারা গেছেন। তার স্বামী খোকা মিয়াকে গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করান।গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নে চেয়ারম্যান মো: হাসানুর রহমান চৌধুরী ডিউক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited