গাইবান্ধা প্রতিনিধি : মোঃ জিল্লুর রহমান
গাইবান্ধার সাঘাটা উপজেলায় কালো বাজারে বিক্রির সময় খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) ১৭ বস্তা চালসহ ডিলার মোহাম্মদ আফজাল হোসেনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। আটক আফজাল হোসেন (৫৫) নিষিদ্ধ আওয়ামীলীগের বোনারপাড়া ইউনিয়নের সভাপতি।
মঙ্গলবার (২০ মে) দুপুরে উপজেলার কলেজ মোড় নামক এলাকায় থেকে এসব চাল আটক করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে বোনারপাড়া ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার আ.লীগ নেতা আফজাল হোসেন সরকারি খাদ্য গুদাম থেকে ১৭ বস্তা (১০০০) কেজি চাল উত্তোলন করেন। পরে এসব চাল কলেজ মোড় নামক এলাকায় নিয়ে এসে সরকারি বস্তা পরিবর্তন করে কালো বাজারে বিক্রির চেষ্টা করেন তিনি। কিন্তু বিষয়টি স্থানীয়রা টের পেয়ে চাল বিক্রিতে বাঁধা দিয়ে ডিলার আফজাল হোসেনকে আটক করে পুলিশে খবর দেয়।
বিষয়টি নিশ্চিত করে বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের (ইনচার্জ) আব্দুল কাইয়ুম বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে চালসহ অভিযুক্ত ডিলারকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় উপজেলা খাদ্য বিভাগের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে সাঘাটা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ফাহাদ ইবনে সালাম বলেন, ওএমএসের চাল কালোবাজারের বিক্রির সময় স্থানীয় জনতা ১৭ বস্তা চালসহ ডিলারকে আটক করে। এ ঘটনায় অভিযুক্ত ডিলার মোহাম্মদ আফজাল হোসেনের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা করা হবে।