বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শাল্লায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রনালয়ের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান হুমকি দিলেন গৌতম গম্ভীর ইংল্যান্ডের মাঠকর্মীদের পদ্মা নদী গর্ভে বিলীন হলো ৭০টি বাড়ি, ঝুঁকির মুখে শতাধিক বাড়ি সার্চ ইঞ্জিনকে আরও স্মার্ট করতে নতুন ফিচার আনলো গুগল ওয়ারড্রব ম্যালফাংশনের শিকার হলেন জেনিফার লোপেজ ডাকসু, রাকসু ও জাকসু নির্বাচনের তফসিল ঘোষণায় প্রশাসনকে শিবিরের ধন্যবাদ ফিলিস্তিনি জনগণকে গণহত্যা থেকে রক্ষা করতে পররাষ্ট্র উপদেষ্টার আহ্বান শাল্লায় এক যুবকের আত্নহত্যা কুড়িগ্রামে শেষ হলো পাঁচদিনব্যাপী ‘পদ্মপুরাণ-ভাসান গান উৎসব’ গুগলের কঠোর পদক্ষেপে বন্ধ হলো ১১ হাজার ইউটিউব চ্যানেল!
জরুরী বিজ্ঞপ্তি
দৈনিক বর্তমান দেশ সংবাদ এ সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১,  মুঠোফোন :  ০১৮১৭-৫৩০৯৫২।

বাউফলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইএনও এর বিরুদ্ধে ষড়যন্ত্র করা বিক্ষোভ মিছিল ।

  • আপডেট এর সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৪১ বার পঠিত হয়েছে

বাউফল প্রতিনিধি

বাউফল উপজেলার সাধারণ জনগণ আওয়ামী ফ্যাসি স্ট ও কথিত হলুদ সাংবাদিকদের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, কিছু হলুদ সাংবাদিক ও আওয়ামী ফ্যাসিস্টদের ষড়যন্ত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়কে নিয়ে নানা অপপ্রচার চালানো হচ্ছে। এতে উপজেলার সুনাম, প্রশাসনিক কার্যক্রম ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

তারা বলেন, “এসব সাংবাদিকরা ইউএনও মহোদয়ের ব্যক্তিগত এবং পেশাগত সম্মান ক্ষুণ্ণ করতে বারবার মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এদের কারণে সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তারা বাউফলে আসতে বা এখানে অবস্থান করতে অনিচ্ছুক।”

বিক্ষোভে অংশ নেওয়া বক্তারা আরও জানান, এসব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা না নেওয়া হলে বাউফলের সামগ্রিক উন্নয়ন কার্যক্রম ব্যাহত হবে। তাই তারা দ্রুত তাদের শাস্তির দাবি জানান। “আমরা এ ধরনের দুষ্ট চক্রের হাত থেকে বাউফলকে মুক্ত চাই। প্রশাসনের প্রতি আহ্বান, এদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করুন।”
এই প্রতিবাদ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষঙ অংশগ্রহণ করেন এবং ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন।

সংবাদটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ