মোঃ জিল্লুর রহমান গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় হস্ত ও কুটির শিল্প মেলায় হিন্দি নাচ-গানের সংবাদ প্রকাশের জেরে স্থাণীয় সাংবাদিককে প্রাণ নাশের হুমকি দিয়েছেন মেলা পরিচালনা কমিটির সদস্য সাজু আকন্দ । এঘটনায় ভুক্তভুগী সাংবাদিক জাহিদ খন্দকার সাঘাটা থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন । জিডি নং ১০০৪ । সোমবার (২৬ মে) দুপুরে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাদশা আলম জিডির বিষয়টি নিশ্চিত করেছেন ।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন ফুটানীর বাজার পাওয়ার হাউস মাঠে মাস ব্যাপী হস্ত কুটির শিল্প ও পাট বস্ত্র মেলা ২০২৫ চলছে । এই সরকারি নিয়মে মেলা চলার কথা থাকলেও মেলা কতৃপক্ষ মেলাকে জমিয়ে নিতে এবং অধিক টিকেট বিক্রি করতে বিভিন্ন ক্লাবের নায়ক-নায়িকাদের দিয়ে হিন্দি ও বাংলা গান পরিবেশন করছেন। মোটরসাইকেলসহ শতাধিক পুরস্কােরের লোভে এলাকার মানুষরা টিকিট সংগ্রহ করতে ভীর জমিয়েছে। এতে জেলার কয়েকটি উপজেলার আশে পাশের মানুষের মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে। এই সংবাদ প্রকাশ করায় বোনারপাড়া হস্ত কুটির শিল্প ও পাট বস্ত্র মেলা কমিটির সদস্য সাজু আকন্দ 01310863398 নাম্বার থেকে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন বাংলা টিভির ও বগুড়া থেকে প্রকাশিক দৈনিক প্রত্যাশা প্রতিদিন ও রংপুর থেকে প্রকাশিক দৈনিক সকালের বানী পত্রিকার সাংবাদিক জাহিদুল ইসলাম ওরফে জাহিদ খন্দকারকে ফোন দিয়ে ভয়-ভীতি প্রদর্শন ও দেখা মাত্র পিটানোর হুমকি দেয় ।
এঘটনায় ভুক্তভুগী সাংবাদিক জাহিদ খন্দকার জানান, এই মেলা কমিটির সদস্য সাজু মিয়া বিএনপির পরিচয় দিয়ে আমাকে হুমকি দিয়েছে পরে পরিচয় জানতে চাই বলে আমি জামায়াত করি । আমার ফোন নাম্বার সিনিয়র সাংবাদিকদের দেখাস তারাই আমাকে চেনে । মেলার নিউজ চোদাও এটা ফুটানীর বাজার সাংবাদিকতা ছুটে যাবে । এসময় মুঠো ফোনে আমার ছোট ভাই নয়া দিগন্ত পত্রিকার উপজেলা প্রতিনিধি সোহাগ খন্দকারকেও হুমকি দেয় । এবং কই আছিস বোনারপাড়া আসবি না আয় বলে অশ্লিল ভাষায় ৫ মিনিট ৬৫ সেকেন্ড হুমকি দেয় । এঘটনায় আমি ও আমার পরিবার জীবনের নিরাপত্তাহীনতায় আছি । প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহীনির সুদৃষ্টি কামনা করছি ।
বোনারপাড়া হস্ত কুটির শিল্প ও পাট বস্ত্র মেলা পরিচালনাকারী প্রতিষ্টান ‘জে.বি ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেড’ এর পরিচালক জাহাঙ্গীর আলম জানান, সাজু আকন্দ মেলা পরিচালনা কমিটির কেউ না । কমিটির পরিচয় দিয়ে সাংবাদিককে হুমকি দেয়ার জন্য মেলা কমিটির পক্ষ থেকে আমি আইনগত ভাবে ব্যবস্থা নিবো ।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাদশা আলম জানান, মেলার অনুমোদন আছে তবে মেলার নামে অনৈতিক কিছু মেনে নিবো না। সাংবাদিককে হুমকির ঘটনায় সাঘাটা থানায় রোববার বিকালে সাধারণ ডায়েরী নেয়া হয়েছে । আমরা তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নিবো ।
এ বিষয়ে সাঘাটা উপজেলার নির্বাহী কর্মকর্তা মীর মোহাম্মদ আল কামাহ তমাল জানান, সাঘাটা থানার অফিসার ইনচার্জ কে বিষয়টা অবগত করছি যত তাড়াতাড়ি সম্ভব এটার আইন গত ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়েছে।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited