সোমবার, ১৪ জুলাই ২০২৫, ১১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা প্রদান ও মতবিনিময় সভা লিটনের হাফ-সেঞ্চুরিতে শ্রীলংকাকে ১৭৮ রানের টার্গেট দিল বাংলাদেশ গাজায় জ্বালানি সংকট ‘ভয়াবহ পর্যায়ে জাতিসংঘ বিএনপির বিরুদ্ধে অপপ্রচার এবং পরিকল্পিতভাবে চক্রান্ত চলছে।মির্জা ফখরুল শরণখোলায় বিএনপি’র দ্ধি- বার্ষিক সম্মেলনে নির্বাচিত হলেন:যারা  জমি রেজিস্ট্রির টাকা আত্মসাৎ করে পলাতক গ্রেফতারি পরোয়ানাজারি সোহাগ হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধায় মানববন্ধন কুমিল্লায় বাণিজ্যিকভাবে বাঁশ চাষে স্বাবলম্বী দুই হাজার পরিবার দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় গণিত ও ইংরেজিতে অকৃতকার্য বেশি মোংলা বন্দরে একটি প্রকল্পের কাজ সম্পন্ন, চারটি দ্রুত এগোচ্ছে
জরুরী বিজ্ঞপ্তি
দৈনিক বর্তমান দেশ সংবাদ এ সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১,  মুঠোফোন :  ০১৮১৭-৫৩০৯৫২।

আজ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা

  • আপডেট এর সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ২১ বার পঠিত হয়েছে

সংযুক্ত আরব আমিরাতের কাছে হারের হতাশা ভুলে ঘুড়ে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে আজ বুধবার থেকে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজর প্রথম ম্যাচে মাঠে নামছে সফরকারী টাইগাররা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। খেলাটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস চ্যানেল। ফেভারিটের তকমা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু সিরিজটি ২-১ ব্যবধানে হেরে যায় টাইগাররা। অতীত রেকর্ড বিবেচনায় পাকিস্তানের বিপক্ষে আন্ডারডগ হিসেবে খেলতে নামবে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে সর্বশেষ এশিয়ান গেমসে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। ঐ আসরে দ্বিতীয় সারির দল পাঠিয়েছিল দু’দল। তারপরও ঐ লড়াইকে আন্তর্জাতিক ম্যাচ হিসেবেই বিবেচনা করা হচ্ছে। তাই পরিসংখ্যান বলছে দু’দলের সর্বশেষ লড়াইয়ে জিতেছে বাংলাদেশ। সব মিলিয়ে টি-টোয়েন্টিতে ১৯বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। এরমধ্যে পাকিস্তান ১৬টিতে এবং বাংলাদেশ জয় পেয়েছে মাত্র ৩টিতে। ২০১৫ এবং ২০১৬ সালে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবং এশিয়ান গেমসের সর্বশেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয় আছে বাংলাদেশের। ২০১৬ সাল থেকে পাকিস্তানকে হারাতে পারেনি বাংলাদেশের মূল দল। ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে এডিলেডে শেষবার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও পাকিস্তানের মূল দল। শাহিন শাহ আফ্রিদির দুর্দান্ত বোলিংয়ে পাঁচ উইকেটে ম্যাচ জিতেছিল পাকিস্তান। বাংলাদেশ সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে সম্প্রতি শেষ হওয়া পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দুর্দান্ত পারফরমেন্স করা পেসার আফ্রিদিকে। সুযোগ হয়নি দলের দুই সেরা ব্যাটার বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানেরও। পিএসএলে দুর্দান্ত পারফরমেন্স করা খেলোয়াড়দের নিয়ে বাংলাদেশের বিপক্ষে দল সাজিয়েছে পাকিস্তান। টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ইতোমধ্যেই পাকিস্তানের মাটিতে অনুশীলন করেছে বাংলাদেশ দল। সংযুক্ত আরব আমিরাত সিরিজে করা ভুলগুলো সংশোধনের দিকেই বেশি মনোনিবেশ করছে টাইগাররা। আরব আমিরাতের কাছে সিরিজ হারের জন্য শিশিরকে দায়ী করেছিলেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। পিএসএল খেলাগুলোতে শিরির কোন প্রভাব ফেলতে পারেনি। তারপরও শিশিরের বিষয়টি মাথায় রেখে ভেজা বল নিয়ে অনুশীলনও করেছে বাংলাদেশ। অনুশীলন সেশনের মধ্যে এটি ছিল বাংলাদেশের বিশেষ এক সেশন। শিশির পরিস্থিতি প্রতিকূল করে তুলতে পারে জেনেও সংযুক্ত আরব আমিরাতে আসার আগে এ ধরণের অনুশীলন করেছিল টাইগাররা। পাকিস্তান সফরে বাংলাদেশ দলের সাথে থাকা বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বলেছেন, ‘পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচের আগে অনুশীলন সেশনে সব ভুল-ত্রুটি সংশোধন করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। পাকিস্তানের বিপক্ষে ভালো করার জন্য যা যা করা দরকার সবই করবে কোচিং স্টাফরা।’ ইনজুরির কারণে পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেছেন পেসার মুস্তাফিজুর রহমান ও ব্যাটার সৌম্য সরকার। ইনজুরির কারণে আরব আমিরাতের বিপক্ষে সিরিজেও খেলতে পারেননি সৌম্য। ঐ সিরিজের প্রথম ম্যাচ খেলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিল্লি ক্যাপিটালস শিবিরে যোগ দেন ফিজ। সেখানে তিনটি ম্যাচ খেলেন তিনি। অবশ্য আইপিএলে নিজেদের শেষ ম্যাচে ইনজুরিতে পড়েন মুস্তাফিজ। যা পাকিস্তান সিরিজের আগে বড় ধাক্কা বাংলাদেশ শিবিরে। ফিজের জায়গায় বাংলাদেশ দলে সুযোগ পেয়েছেন আরেক পেসার সৈয়দ খালেদ আহমেদ।

বাংলাদেশ দল : লিটন দাস (অধিনায়ক), মাহেদি হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন, মেহেদি হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারী, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, তানভির ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, তানজিম হাসান ও শরিফুল ইসলাম।

পাকিস্তান দল : সালমান আগা (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলি, হাসান নাওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মাদ ইরফান খান, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুব।

সংবাদটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ