কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি,
গোপালগঞ্জের কোটালীপাড়ার ঘাঘর - বাশবাড়ীয়া সড়কের কাজ বহুদিন বন্ধ থাকায় তিন থানার জনগণ চরম ভোগান্তিতে পরে। এই সড়কটির সাথে তিন থানার জনগণ চলাচল করে আসছে।
সড়ক টি চলাচলের বেহাল দশা হলে ২০১৯-২০ অর্থবছরে এলজি ইডির টেন্ডারে এক ঠিকানার প্রতিষ্ঠান ঘাঘর বাশবাড়ীয়া সড়কের কাজটি পায়। কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠান সড়কের কাজ না করতে পারায় ২০২২-২৩ অর্থবছরে সড়কটি অন্য এক ঠিকাদার প্রতিষ্ঠান পায়।এই ঠিকাদার প্রতিষ্ঠান ও কাজটি করতে হিমশিম খেয়ে যায়। অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পরে কোটালীপাড়ার সমস্ত ঠিকাদারি কাজ একপ্রকার বন্ধ হয়ে যায়। কোটালীপাড়া এলজিইডি প্রকৌশলীর প্রচেষ্টায় কাজগুলো আবার চলমান হয়।।আর এই চলমান কাজের মধ্যে ঘাঘর -বাশবাড়ীয়া সড়কের কাজ কোটালীপাড়া উপজেলা ইঞ্জিনিয়ার শফিউল আজমের দেখভালের মাধ্যমে কাজটি প্রায় শেষের পথে।
গাড়ি ড্রাইভার ইউনুস বলেন ঘাঘর বাঁশবাড়ীয়া সড়কের সাথে কোটালীপাড়া টুংগীপাড়া নাজিরপুর এই তিন থানার লোকেদের ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে আত্মীয় বন্ধনে আবদ্ধ। রাস্তার কাজটি এত দিন বন্ধ থাকায় আমাদের অনেক ক্ষতি হয়েছে।
টুংগীপাড়া থানার তারাইল বাজারের ব্যাবসায়ী কফিল বলেন, ব্যাবসার ক্ষেত্রে এই তিন থানার সাথে জড়িত। রাস্তার অবস্থা বেহাল দশার কারণে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
রাস্তার ব্যাপারে প্রাইমারী স্কুলের শিক্ষক ওলিউল্লাহ বলেন, সড়ক খারাপ থাকার কারণে অনেক সময় শিক্ষার্থীরা বিদ্যালয় ঠিক মত যেতে পারেনি। বর্তমানে রাস্তার কাজ প্রায় শেষের দিকে। এলাকাবাসী কোটালীপাড়া এলজিইডি কর্তৃপক্ষ সহ সরকারকে ধন্যবাদ জানায়।
এ বিষয়ে কোটালীপাড়া উপজেলা প্রকৌশলী শফিউল আজম বলেন, পরিত্যক্ত কাজগুলো নিয়ে আমরা খুব ঝামেলায় পড়েছিলাম। তাছাড়া সরকার পতনের পর আরো বেশি ঝামেলা হয়েছিল। আমি আমার দায়িত্ব কর্তব্যের মাধ্যমে ঘাঘর বাশবাড়ীয়া সড়ক ছাড়াও বিভিন্ন রাস্তা, কালভার্ট, স্কুল এর কাজ চলমান রেখেছি। আশা করি জনগণের ভোগান্তি থেকে স্বস্তি ফিরে পাবে।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited