মোঃকামরুল ইসলাম টিটু স্টাফ রিপোর্টার
শরণখোলা উপজেলার ৪ নং সাউথখালী ইউনিয়নের নবগঠিত বিএনপির কমিটির গঠনের অনিয়ম নিয়ে সংবাদ সম্মেলন করেন ৪ নং সাউথখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম ও সংগঠনিক সম্পাদক মোঃ সেলিম হাওলাদার। মোঃ কামরুল ইসলাম বলেন ৪ নং সাউথখালী ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটি গঠনে আমার ও সাংগঠনিক সম্পাদকের স্বাক্ষর জাল করে বিএনপির দুঃসময়ের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে কিছু কিছু আওয়ামীলীগের দোষর এবং নিষ্ক্রিয় লোক অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি আরো বলেন কমিটি অনুমোদনের জন্য ত্যাগী নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করার জন্য উপজেলা এবং জেলা আহবায়ক কমিটির কাছে সুপারিশ পাঠিয়ে ছিলাম। তাতে আপত্তি দেওয়ার মত কোন সদস্য দেওয়া হয় নাই। আমাদের কমিটির নির্বাচনী টিমের প্রধান খাদেম নেওয়ামুল নাছির আলাপ তাফালবাড়ী বিএনপির অফিসে ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাংগঠনিক সম্পাদকসহ ইউনিয়নের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দদের উপস্থিতিতে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন এবং আমাকে ফোনালাপে বলেছেন বাছাই কমিটির সকল সদস্যকে অন্তর্ভুক্ত করতে। আমরা দলীয় সাংগঠনিক নিয়ম ও খাদেম নিয়ামুল নাছির আলাপ ভাইয়ের মতামতের ভিত্তিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে একটি সুষ্ঠ ও স্বচ্ছ কমিটি করেছিলাম। যাহাতে বাছাই কমিটির সকল সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। অত্যন্ত দুঃখের বিষয় আমরা যে কমিটি করেছিলাম তাহা কিছুটা পরিবর্তন করে। পরে মিডিয়ায় আমরা যে কমিটি দেখতে পেলাম সাংগঠনিক পরিপন্থী আমরা এর সঠিক সমাধান চাই। সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ জেলা উপজেলা এবং ঊর্ধ্বতন নেতৃবৃন্দ দৃষ্টি আকর্ষণ করছি যাতে ৪ নং সাউথখালী ইউনিয়ন বিএনপির কমিটিতে কোন বিতর্কিত লোক না থাকে। দলকে সংগঠিত করা লক্ষে সুষ্ঠ তদন্ত কমিটি গঠন করে একটি গ্রহণযোগ্য কমিটি গঠন করার জন্য সবিনয়ে অনুরোধ করছি । ৪ নং সাউথখালী ইউনিয়ন বিএনপির কমিটি গঠন অনিয়ম ও স্বাক্ষর জাল প্রসঙ্গে ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শহিদুল আলম লিটন বলেন আমি কোন স্বাক্ষর জাল করিনি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের মতামতের ভিত্তিতে কমিটি গঠন করা হয়েছে।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited