রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাকার কেরাণীগঞ্জে ৯৬ গ্রাম হেরোইনসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১০। ইসরায়েলি হামলার নিন্দা জানাতে কাতারে বৈঠকে বসেছেন আরব ও মুসলিম নেতারা ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল এক ব্যক্তির খুবিতে অনুষ্ঠিত হলো কর্মক্ষেত্রের স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ সিদ্দিক হাওলাদারের জানাজায় মানুষের ঢল – এলাকাবাসীর শ্রদ্ধার শেষ বিদায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সাবেক সচিব কাজী মিরাজ শোক প্রকাশ করেন দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগ স্পিনার তাইজুল প্রথম বাংলাদেশি নেপালে প্রধানমন্ত্রীর পদত্যাগের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা টহল ২০২৬ সালের হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন ১২ অক্টোবর শেষ বোয়ালমারীতে সাবেক এমপি খন্দকার নাসিরের সাথে সাংবাদিকদের মতবিনিময়
জরুরী বিজ্ঞপ্তি
দৈনিক বর্তমান দেশ সংবাদ এ সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১,  মুঠোফোন :  ০১৮১৭-৫৩০৯৫২।

এবার সেলফি দেখে রোগ নির্ণয় করবে এআই

  • আপডেট এর সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৬২ বার পঠিত হয়েছে

এআই রেসিপি থেকে শুরু করে গণিত সমাধান, ভার্সিটির অ্যাসাইনমেন্ট, রিপোর্টের সব ধরনের কাজে আপনাকে সাহায্য করতে পারে। এমনকি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার এই চ্যাটবট আপনার রিপোর্ট-প্রেজেন্টেশন তৈরি করে দেবে মুহূর্তেই। এআই হয়ে উঠেছে এখন সবকিছুর সঙ্গী। তবে এখন সেলফি দেখেই এআই বয়স এবং রোগ নির্ণয় পর্যন্ত করতে পারবে। এমনই দাবি গবেষকদের। শুনতে অবাক করার মতো লাগলেও এটাই সত্যিই, ফেসএজ নামে একটা এআই টুল এই কাজটা করবে। একটা সেলফি বিশ্লেষণ করে বলে দেবে সংশ্লিষ্ট মানুষটির বয়স আনুমানিক কত এবং তার রোগবালাইয়ের বহরটাই বা কতটা। এই রোগ নির্ণয় করার পদ্ধতি থেকেই বলে দেবে ব্যক্তিটির বায়োলজিক্যাল এজ ঠিক কতটা। এই এআই মডেল মূলত ডিপ লার্নিং আলগরিদম মেনে চলে। এর মূল চালিকাশক্তি হলো বহু বহু ছবি বিশ্লেষণ করে বলে দেওয়া, কী সমস্যা রয়েছে সেলফিটির মধ্যে। আর এই মডেলটির কাজ করার মূল ভিত্তিটা হলো দ্য আইবল টেস্ট। কী এই বিষয়টা। ডাক্তারের চেম্বারে যাওয়ার পরই তিনি রোগীকে দেখে মোটের উপর বলে দিতে পারেন, তার কী সমস্যা। এটাকেই বলে ডাক্তারের ক্লিনিক্যাল আই। এই ক্লিনিক্যাল আই ব্যবহার করেই যে কোনো ডাক্তারই রোগীর রোগ খোঁজেন। তিনি প্রাথমিক ভাবে যেটা দেখতে পান, সেটা হলো রোগীর মুখ। সেটা দেখেই তিনি বুঝে যান অনেক কিছু। ফেসএজ এই কাজটাই করছে। আমেরিকার বস্টন এর একটি স্বাস্থ্য সংস্থা এই মডেলটি তৈরি করেছে। এই সংস্থা সাফ জানিয়েছে, এই মডেলের কাজ কোনও ভাবেই ডাক্তারের ক্লিনিক্যাল আইকে চ্যালেঞ্জ করা নয়। বরং তিনি যেটা ভাবছেন, সেই ভাবনাটাকে আরও পোক্ত করা। এবং তার ভিত্তিতে চিকিৎসা শুরু করা। এই সংক্রান্ত রিসার্চ পেপারটি প্রকাশিত হয়েছে ল্যানসেট ডিজিটাল হেলথ এ। এরই মধ্যে এর পাইলট স্টাডি শুরু হয়েছে। খুব তাড়াতাড়ি এই মডেল চালু করা হবে বিশ্বের নানা দেশের হাসপাতালে। নিয়মিত এই মডেলের সাহায্য নেবেন চিকিৎসকরা।

সংবাদটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ