সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জননেতা নাছির উদ্দীন চৌধুরীর বিশাল জনসভা অনুষ্ঠিত বাণিজ্য উপদেষ্টার সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের বৈঠক পাকিস্তানকে হারিয়ে সুপার ফোরের দ্বারপ্রান্তে ভারত ২০২২ সাল থেকে ইউক্রেনে বোমা হামলায় ১,২০০ জনেরও বেশি মানুষ হতাহত হয়েছে: মনিটর সাতক্ষীরা সীমান্ত থেকে বিভিন্ন ব্রান্ডের ২৫ লাখ টাকার মোবাইল জব্দ সমাজ ও দেশের অগ্রযাত্রায় ভূমিকা রাখতে তরুণদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার প্রচেষ্টায় ঝাঁপিয়ে পড়তে হবে : বিএনপি মহাসচিব নদী ভাঙ্গন রোধে স্থায়ী সমাধানের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন মানুষের জন্ম উদ্যোক্তা হওয়ার জন্য তাই  দেশে এমন আর্থিক ব্যবস্থা আমাদের গড়ে তুলতে হবে: প্রধান উপদেষ্টা  নেপালে আন্দোলনে অংশ গ্রহন করা ছাত্ররা ফিরে যাচ্ছে
জরুরী বিজ্ঞপ্তি
দৈনিক বর্তমান দেশ সংবাদ এ সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১,  মুঠোফোন :  ০১৮১৭-৫৩০৯৫২।

বিক্ষোভের ঢেউয়ের মাঝেই গাজার কর্মীদের মুক্তির দাবি ম্যাক্রোঁর

  • আপডেট এর সময় : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ৯৫ বার পঠিত হয়েছে

গাজামুখী একটি ত্রাণবাহী জাহাজ আটকের ঘটনায় ইসরাইলের তীব্র সমালোচনা করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

আটক হওয়া জাহাজটিতে থাকা পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গসহ সকল কর্মীকে দ্রুত মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

ফ্রান্সের নিস থেকে এএফপি জানায়, সোমবারের এই অভিযান ইউরোপের বেশ কয়েকটি শহরে ব্যাপক বিক্ষোভের জন্ম দিয়েছে।

ইসরাইলি বাহিনী ‘ম্যাডলিন’ নামের ওই জাহাজটি আটক করে। জাহাজটিতে ১২ জন কর্মী ছিলেন।

এর প্রতিবাদে ইউরোপজুড়ে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেয়।

ফ্রান্সে বামপন্থী দলগুলোর ডাকে প্যারিসসহ অন্তত পাঁচটি শহরে সমাবেশ অনুষ্ঠিত হয়। ‘ফ্রান্স আনবোউড (এলএফআই)’ পার্টির প্রধান জ্যাঁ-লুক মেলঁশোঁ ইসরাইলি সামরিক বাহিনীর এই জাহাজ আটককে ‘আন্তর্জাতিক জলদস্যুতা’ বলে আখ্যা দিয়েছেন।

এদিকে, সুইজারল্যান্ডে ইসরাইলের গাজা অভিযানের প্রতিবাদে কয়েকশ’ মানুষ জেনেভা ও লোজান শহরের রেলস্টেশন অবরোধ করে বিক্ষোভ করে।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়, জেনেভায় প্রায় ৩০০ মানুষ ফিলিস্তিনি পতাকা হাতে প্রধান রেলস্টেশনের দুইটি রেললাইন প্রায় এক ঘণ্টা দখল করে রাখেন। এতে ট্রেন চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটে।

কাছাকাছি লোজান শহরেও একই ধরনের বিক্ষোভ হয়। পরে পুলিশ রেললাইন খালি করে।

এদিকে, প্রেসিডেন্ট ম্যাক্রোঁ জাহাজে আটক ১২ জন কর্মীর মধ্যে থাকা ফরাসি নাগরিকদের দ্রুত মুক্তির দাবি করেছেন।

তার কার্যালয় থেকে জানানো হয়েছে, ম্যাক্রোঁ ‘ছয়জন ফরাসি নাগরিককে যত দ্রুত সম্ভব ফ্রান্সে ফিরিয়ে আনার অনুরোধ করেছেন।’

তিনি আরো বলেন, ফ্রান্স ‘সতর্ক রয়েছে’ এবং ‘বিপদে থাকা তার সব নাগরিকের পাশে আছে।’

ফরাসি সরকার ইসরাইলের কাছে আটক কর্মীদের ‘নিরাপত্তা’ নিশ্চিত করারও দাবি জানিয়েছে।

এদিকে, ম্যাক্রোঁ গাজার মানবিক অবরোধকে ‘একটি কেলেঙ্কারি’ ও ‘লজ্জাজনক ঘটনা’ বলেও মন্তব্য করেছেন।

ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় ‘ম্যাডলিন’কে ব্যঙ্গ করে নাম দিয়েছে ‘সেলফি ইয়ট’।

মন্ত্রণালয় জানায়, জাহাজের সকল যাত্রী নিরাপদে ও অক্ষত আছেন এবং তারা আশা করছেন যে, জাহাজের সব কর্মী নিজ নিজ দেশে ফিরে যাবেন।

উল্লেখ্য, হামাস ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামলার পর থেকে ইসরাইল গাজা উপত্যকায় কঠোর সামরিক অভিযান চালাচ্ছে এবং কার্যত এটি অবরুদ্ধ করে রেখেছে।

সংবাদটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ