বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে করতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্র উপদেষ্টা রাকিব হত্যাকারীদের বিচারের দাবিতে শিবচরে মানববন্ধন মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থেকে ম্যাগজিনসহ ০১ টি বিদেশী পিস্তল ও ০২ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‍্যাব-১০ জননেতা নাছির উদ্দীন চৌধুরীর বিশাল জনসভা অনুষ্ঠিত বাণিজ্য উপদেষ্টার সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের বৈঠক পাকিস্তানকে হারিয়ে সুপার ফোরের দ্বারপ্রান্তে ভারত ২০২২ সাল থেকে ইউক্রেনে বোমা হামলায় ১,২০০ জনেরও বেশি মানুষ হতাহত হয়েছে: মনিটর সাতক্ষীরা সীমান্ত থেকে বিভিন্ন ব্রান্ডের ২৫ লাখ টাকার মোবাইল জব্দ সমাজ ও দেশের অগ্রযাত্রায় ভূমিকা রাখতে তরুণদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার প্রচেষ্টায় ঝাঁপিয়ে পড়তে হবে : বিএনপি মহাসচিব
জরুরী বিজ্ঞপ্তি
দৈনিক বর্তমান দেশ সংবাদ এ সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১,  মুঠোফোন :  ০১৮১৭-৫৩০৯৫২।

শরণখোলায় বিষ পানে এক গৃহবধূর আত্মহত্যা

  • আপডেট এর সময় : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ৬০ বার পঠিত হয়েছে

মোঃ কামরুল ইসলাম টিটু
স্টাফ রিপোর্টার

বাগেরহাটের শরণখোলায় সুমনা (২০) নামের এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। ১০ জুন রাত ২ টার দিকে খুলনা গাজী মেডিকেল থেকে খুলনা সদর হাসপাতালে নেওয়ার পথে এম্বুলেন্সে মৃত্যু হয় সুমনার। সে উপজেলার ধানসাগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে বাসিন্দা সবুর আকনের মেয়ে বলে জানা গেছে।

ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায় শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রামের বাসিন্দা খালেক গাজীর ছেলে মিরাজ গাজী (২২) এর সাথে দুই বছর আগে ধানসাগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা সবুর হাওলাদারের কন্যা সুমনা’র সাথে বিবাহ হয়। বিয়ের পর থেকে সুমনা বাবার বাড়িতেই থাকে। তার স্বামী মিরাজ ঢাকায় একটি প্রাইভেট ফার্মে চাকরি করে। ৯ জুন সন্ধ্যায় সবার অগোচরে বিষ পান করে সুমনা। পরে তারা প্রতিবেশীর সহযোগিতায় শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাত ৭:০০ টার দিকে খুলনা গাজী মেডিকেলে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি ঘটলে ১০ জুন রাত ২ টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় সুমনার। এ বিষয়ে রাজাপুর মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ও সুমনার আত্মীয় মোঃ নান্না মিয়া বলেন, সুমনার ব্রেইনে সমস্যা থাকে মানসিক বিকার গ্রস্ত ছিল । তাদের পরিবারের ধারণা এর থেকে সে বিষ পান করতে পারে। বিষয়টি শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শরণখোলা থানা পুলিশ সেকেন্ড অফিসার মোঃ আজিজুর রহমান।

এ ব্যাপারে শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ শহিদুল্লাহ বলেন, সুমনার পরিবারে পক্ষ থেকে জানানো হয়েছে মেয়েটা মানসিক ভাবে বিকারগ্রস্ত ছিল। উভয় পরিবারের কোনো আপত্তি না থাকায় মৃতদেহ কবর দেওয়ার জন্য মেয়ের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় শরণখোলা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে বলে তিনি জানান।

সংবাদটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ