বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে করতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্র উপদেষ্টা রাকিব হত্যাকারীদের বিচারের দাবিতে শিবচরে মানববন্ধন মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থেকে ম্যাগজিনসহ ০১ টি বিদেশী পিস্তল ও ০২ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‍্যাব-১০ জননেতা নাছির উদ্দীন চৌধুরীর বিশাল জনসভা অনুষ্ঠিত বাণিজ্য উপদেষ্টার সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের বৈঠক পাকিস্তানকে হারিয়ে সুপার ফোরের দ্বারপ্রান্তে ভারত ২০২২ সাল থেকে ইউক্রেনে বোমা হামলায় ১,২০০ জনেরও বেশি মানুষ হতাহত হয়েছে: মনিটর সাতক্ষীরা সীমান্ত থেকে বিভিন্ন ব্রান্ডের ২৫ লাখ টাকার মোবাইল জব্দ সমাজ ও দেশের অগ্রযাত্রায় ভূমিকা রাখতে তরুণদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার প্রচেষ্টায় ঝাঁপিয়ে পড়তে হবে : বিএনপি মহাসচিব
জরুরী বিজ্ঞপ্তি
দৈনিক বর্তমান দেশ সংবাদ এ সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১,  মুঠোফোন :  ০১৮১৭-৫৩০৯৫২।

গলায় ওড়না পেঁচিয়ে নির্বাচন অফিসের কর্মরত বিথী আক্তারের আত্মহত্যা।

  • আপডেট এর সময় : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৪২ বার পঠিত হয়েছে

মোঃ কামরুল ইসলাম টিটু
স্টাফ রিপোর্টার

বাগেরহাটের শরণখোলা উপজেলায় বিথী আক্তার (২২) সিলিং ফ্যান ঝুলানোর হুকের সাথে গলায় ওড়না দিয়ে আত্মহত্যা করেছে। বিথী আক্তার শরণখোলা নির্বাচন অফিসে আউটসোর্সিং এর পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী হিসেবে চাকরি করতেন। বাগেরহাট জেলা সদরের ৬ নং যাত্রাপুর ইউনিয়নের ৮ নং পাঁচুলী ওয়ার্ডের বাসিন্দা হান্নান শেখের মেয়ে বিথী আক্তার। বিথি আক্তার শরণখোলা উপজেলার পশ্চিম কদমতলার সৌদি প্রবাসী হেলাল পহলানের বাড়িতে ভাড়া থাকতেন।হেলাল পহলানের স্ত্রী বিথি বেগম বলেন তার বাড়িতে সাত মাস ধরে একা ভাড়া থাকতেন। গতকাল বিকেলে হেলাল পহলানের স্ত্রী বিথী বেগমের সাথে বিথী আক্তার নদীর পাড়ে ঘুরতে যাওয়ার কথা বলেন। এরপরে তার সাথে আর কোন কথা হয়নি। কিছুক্ষণ পর তার বাড়ির রুমের মধ্যে ভাড়াটিয়া বিথী আক্তারকে সিলিং ফ্যান ঝুলানোর হুকের সাথে ঝুলতে দেখার কথা শোনেন। বাড়ির মালিক সরকারি নির্দেশনা অনুযায়ী শরণখোলা থানায় অবগত ও প্রয়োজনীয় কাগজপত্র রেখে বাড়ি ভাড়া দেইনি বিথি আক্তারের কাছে । বিথী আক্তারের আত্মহত্যার বিষয় শরণখোলা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহকে জানানো হয়। খবর শুনে খুবই দুঃখ প্রকাশ সহ সুষ্ঠ তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থার কথা বলেন । শরণখোলা নির্বাচন অফিসের নির্বাচন কর্মকর্তা মোঃ ইনায়েত হোসেনকে জানানো হলে তিনি বলেন পবিত্র ঈদুল আজহার ছুটিতে রয়েছেন। তিনি এই খবর শুনে দুঃখ প্রকাশ করেছেন। শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ কে জানানো হলে তিনি দ্রুত শরণখোলা থানার সাব-ইন্সপেক্টর বিনয় কুমার হালদারের নেতৃত্বে পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠান। পুলিশ সদস্যদের উপস্থিতিতে দরজা ভেঙে বিথী আক্তারের ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করা হয়। শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ বলেন সুরতহাল রিপোর্ট শেষ হয়েছে এখন বীথি আক্তারের মা-বাবাকে খবর দেওয়া হয়েছে। আইন অনুযায়ী পোস্টমর্টেম এর জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে। শরণখোলা থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ