সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৯:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা প্রদান ও মতবিনিময় সভা লিটনের হাফ-সেঞ্চুরিতে শ্রীলংকাকে ১৭৮ রানের টার্গেট দিল বাংলাদেশ গাজায় জ্বালানি সংকট ‘ভয়াবহ পর্যায়ে জাতিসংঘ বিএনপির বিরুদ্ধে অপপ্রচার এবং পরিকল্পিতভাবে চক্রান্ত চলছে।মির্জা ফখরুল শরণখোলায় বিএনপি’র দ্ধি- বার্ষিক সম্মেলনে নির্বাচিত হলেন:যারা  জমি রেজিস্ট্রির টাকা আত্মসাৎ করে পলাতক গ্রেফতারি পরোয়ানাজারি সোহাগ হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধায় মানববন্ধন কুমিল্লায় বাণিজ্যিকভাবে বাঁশ চাষে স্বাবলম্বী দুই হাজার পরিবার দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় গণিত ও ইংরেজিতে অকৃতকার্য বেশি মোংলা বন্দরে একটি প্রকল্পের কাজ সম্পন্ন, চারটি দ্রুত এগোচ্ছে
জরুরী বিজ্ঞপ্তি
দৈনিক বর্তমান দেশ সংবাদ এ সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১,  মুঠোফোন :  ০১৮১৭-৫৩০৯৫২।

গাইবান্ধায় জমি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে হত্যার চেষ্টা : থানায় মামলা

  • আপডেট এর সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১৯ বার পঠিত হয়েছে

মোঃ জিল্লুর রহমান গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা পৌরসভার উত্তর বানিয়ারজান বড়বাড়ী গাড়িয়ালপট্টি এলাকার জহুরুল ইসলামের সাথে একই এলাকার আব্দুর রাজ্জাকের সাথে জমি নিয়ে পূর্ব শত্রম্নতার জের ধরে তার ছেলে খালেককে হত্যার উদ্দেশ্যে বেদম মারপিটের ঘটনা ঘটে। এ ঘটনায় জহুরুল ইসলাম বাদি হয়ে গত ১০ জুন সদর থানায় ১০ জনকে আসামি করে একটি মামলা (নং ১২) দায়ের করেন।
মামলা সুত্রে জানা গেছে, পৌরসভার উত্তর বানিয়ারজান বড়বাড়ী গাড়িয়ালপট্টি এলাকার জহুরুল ইসলামের সাথে একই এলাকার আব্দুর রাজ্জাকের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে শত্রুতা চলে আসছিল। শত্রুতার একপর্যায়ে আসামি আব্দুর রাজ্জাক প্রভাবশালী হওয়ায় তার লোকজন অসহায় জহুরুল ইসলাম ও তার পরিবারকে বিভিন্ন সময় খুন জখমসহ নানা ধরণের হুমকি প্রদান করে আসছে। এরই জের ধরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত ৯ জুন বিকেলে জহুরুলের ছেলে আব্দুল খালেক পুলবন্দি বাজারের পাশে নাজমুলের বাড়ির সামনে পৌছামাত্রই পূর্ব থেকে ওৎ পেতে থাকা আসামিরা তাকে হত্যার উদ্দেশ্যে আব্দুর রাজ্জাক, রায়হান মিয়া, রফিকুল ইসলামসহ অন্যান্যরা পথরোধ করে লোহার রড, লাঠি ও রামদা দিয়ে মাথায় এলোপাথারি কোপাতে থাকে। এতে আব্দুল খালেক গুরুতর আহত হয়। এসময় খালেকের আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করে।

সংবাদটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ