মোঃ জিল্লুর রহমান গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের ঢোলভাঙ্গা গোয়ালপাড়া গ্রামে শনিবার সকালে বালতির পানিতে পড়ে সালমান ফারসি (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত সালমান ফারসি ওই গ্রামের মানিক মিয়ার একমাত্র ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, সকালে বাড়ির আঙিনায় রেখে দেওয়া ধান ভিজানো বালতির পাশে খেলছিল সালমান। পরিবারের সদস্যরা কিছু সময়ের জন্য অন্য কাজে ব্যস্ত থাকায় হঠাৎ করেই সে বালতির পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে বালতিতে পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহদীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজাদুল সরকার বালতির পানিতে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited