মোঃ কামরুল ইসলাম টিটু
স্টাফ রিপোর্টার বাগেরহাটের শরণখোলায়
আজ সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিস (সিএনআরএস) এর ইভলভ প্রকল্পের সহযোগিতায় শরণখোলা উপজেলা অফিসার্স ক্লাবে সামাজিক জবাবদিহিতা তৈরীতে করণীয় নির্ধারণে উপজেলা পর্যায়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন অঞ্জন বিশ্বাস, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, শরণখোলা; এমএ হাই, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা; মোঃ সোহাগ খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা; শিশির দাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা; আব্দুল্লাহ আল ফয়সাল, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা; মোঃ সাইদুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা; মালেক রেজা, সভাপতি, শরণখোলা উপজেলা প্রেস ক্লাব; মোঃ শামীম হাসান সুজন, সাধারণ সম্পাদক, শরণখোলা উপজেলা প্রেসক্লাব; মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক, শরণখোলা প্রেস ক্লাব। উক্ত অনুষ্ঠানটির সঞ্চালনা করেন জনাব দেবাশীষ কুমার ঘোষ, প্রকল্প সমন্বয়ক, ইভলভ্ প্রকল্প, সিএনআরএস, দাকোপ, খুলনা। এছাড়াও বিভিন্ন ইউনিয়নের ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তাগন, সিএসও সদস্যবৃন্দ, শরণখোলা উপজেলা সিএসও নেটওয়ার্কের সদস্যবৃন্দ, শরণখোলা উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মূল আলোচনায় প্রকল্পের কার্যক্রম, সামাজিক জবাবদিহিতার ভিত্তিতে করণীয় নিধারণে একটি উপস্থাপনা শেষে সিনিয়র মৎস্য কর্মকর্তা উন্মুক্ত আলোচনায় সকলকে করণীয় নিধারণে কি কি করা যায় সে বিষয়ে মতামত আহ্বান করেন। মোঃ শামীম হাসান সুজন, সাধারণ সম্পাদক, শরণখোলা উপজেলা প্রেসক্লাব বলেন, ”সময়োপযোগী কার্যক্রম কিন্তু বিভিন্ন দপ্তরকে এই কার্যক্রম প্রকল্প শেষে মাঠ পর্যায়ে বাস্তবায়ন করার দায়িত্ব গ্রহণ করতে হবে”। তিনি আরো বলেন, ”সামাজিক জবাবদিহিতা নিশ্চিত করতে হলে নাগরিককে রাষ্ট্র কর্তৃক নিরাপদবোধ করাতে হবে”। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এবং সাংবাদিক আসাদ বলেন ইউনিয়ন পর্যায়ে ট্যাস্ক ফোর্স গুলো সক্রিয় করতে পারলে সামাজিক জবাবদিহিতা অনেকাংশে নিশ্চিত হবে”।
আলোচনা শেষে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সামাজিক জবাবদিহিতা নিশ্চিতকরণে ই্ভলভ্ প্রকল্পের উদ্যোগকে স্বাগত জানান এবং বিভিন্ন সরকারী দপ্তর প্রকল্প শেষে যেন এই উদ্যোগগুলোকে চলমান রাখে সেই আশাবাদ ব্যক্ত করে কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন।