মোঃ জিল্লুর রহমান গাইবান্ধা প্রতিনিধি
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে বুধবার বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিল প্লাস্টিক দূষণ আর বন্ধ করা এখনি সময়। বর্ণাঢ্য র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে সরকারি কর্মকর্তা, স্কুল-কলেজের শিক্ষার্থী, পরিবেশ কর্মীরা অংশ নেন।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. খোরশেদ আলম, সিভিল সার্জন ডাঃ রফিকুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আখতার, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ হেদায়েতুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, প্রতিদিনকার জীবনে পস্নাস্টিক ব্যবহার সীমিত না করলে ভবিষ্যৎ প্রজন্মকে ভয়াবহ বিপদের মুখে ঠেলে দিতে হবে। গাইবান্ধায় পরিবেশগত ভারসাম্য রক্ষা করতে সকলকে সচেতন হতে হবে। শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিভিন্ন স্কুলে চিত্রাংকন রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited