মোঃ কামরুল ইসলাম টিটু স্টাফ রিপোর্টার
শরণখোলা উপজেলায় ওয়ার্ল্ড ভিশন হতদরিদ্র পরিবারের মাঝে গাছের চারা ও কৃষি সরঞ্জাম বিতরণ করেছে। এই উপলক্ষে রবিবার শরণখোলা উপজেলার ওয়ার্ল্ড ভিশন কার্যালয়ের সামনে গাছের চারা ও কৃষি সরঞ্জাম বিতরণ করা হয়। শরণখোলা উপজেলার ৪ ইউনিয়নে ৯০০ পরিবারের মধ্যে ৬ টি করে মোট ৫৪০০ টি গাছের চারা ও কৃষি সরঞ্জাম বিতরন করা হয়। গাছের চারা বিতরণ অনুষ্ঠানে শরণখোলা উপজেলার ওয়ার্ল্ড ভিশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার ক্যারোল সুশ্রীর সভাপতিত্বে শরণখোলা উপজেলার উপজেলা কৃষি অফিসার দেবব্রত সরকার হতদরিদ্র পরিবারের মাঝে গাছের চারা ও কৃষি সরঞ্জাম বিতরণ করেন। গাছের চারা বিতরন কালে কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার বলেন আমাদের পৃথিবীকে বাঁচানোর জন্য বৃক্ষরোপণ ছাড়া কোন উপায় নেই। তাই কার্বন নিঃসরন কমানোর জন্য সবাইকে বৃক্ষরোপন করতে হবে। গাছের চারা ও সরঞ্জাম বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই সমাজ কল্যাণ কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার মানিক হালদার প্রোগ্রাম অফিসার সমর হালদার মিসেস ফারহানা সহ ওয়ার্ল্ড ভিশনের শিশু সুরক্ষা কর্মকর্তা চার্চিল দাস।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited